বিদেশ থেকে আসছে অবৈধ অর্থ! BBC-এর বিরুদ্ধে মামলা দায়ের ED-র

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে বিবিসি বিতর্ক। বৃহস্পতিবার বিবিসি ইন্ডিয়ার (BBC India) বিরুদ্ধে বিদেশী মুদ্রা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির পক্ষ থেকে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয় বিবিসির বিরুদ্ধে। সম্প্রতি ব্রিটীশ ব্রডকাস্টিং কর্পোরেশন-এর কর দেওয়ার নথি পত্র নিয়ে প্রশ্ন তুলছে আয়কর দফতর। চলে ৬০ ঘন্টার ম্যারাথন সমীক্ষাও।

তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেঔ এবার রাজধানী ও বানিজ্যনগরীতে বিবিসির অফিসে হানা দিল আয়কর দফতরের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রকে কেন্দ্র করে আগেই উত্তেজনা ছড়িয়েছিল জাতীয় রাজনীতিতে। বিবিসির তথ্যচিত্রকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করা হয়। শুধু তাই নয়, ভারতে বিবিসিকে নিষিদ্ধকরণের আবেদনও করা হয় শীর্ষ আদালতের কাছে। যদিও সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

bbc 3

এরই মধ্যে গত মঙ্গলবার বিবিসির অফিসে আয়কর অভিযান ঘিরে নতুন করে জল্পনা সৃষ্টি হয়। মঙ্গলবার বিবিসির দিল্লি ও মুম্বইয়ের দফতরে অভিযান চালায় ইনকাম ট্যাক্সের প্রতিনিধি দল। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতেও। সম্প্রতি ২০০২ সালে গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী মোদির ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্যা মোদি কোয়েশ্চেন’ ঘিরে শুরু হয় কেন্দ্র-বিবিসি সংঘাত।

এই বিতর্কের মাঝেই বিবিসির দুই বড় শহরের দফতরে আয়কর বিভাগের প্রতিনিধি দলের অভিযান হয়। অবশ্য আয়কর দফতর এটিকে ‘রেড’ বলতে রাজি ছিল না। নারাজ। তাঁদের মতে এই অভিযান একটি সাধারণ সার্ভে মাত্র। এই ঘটনার তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ মহুইয়া মৈত্র। এই প্রসঙ্গে টুইটও করেন তিনি। পাশাপাশি তথ্যচিত্র নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

আয়কর বিভাগের ‘সমীক্ষা’ শেষ হওয়ার পর একটি বিবৃতি প্রকাশ করে বিবিসি। বিবৃতিতে বলা হয়,’বিবিসি একটি বিশ্বস্ত ও স্বাধীন সংবাদমাধ্যম। আমাদের সকল সহকর্মী এবং সাংবাদিক, যাঁরা ভয় না পেয়ে, পক্ষপাত ছাড়া নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের পাশে থাকব।’

Sudipto

সম্পর্কিত খবর