সাত সকালে মুকুল রায়ের বাড়িতে ED, চলল ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বোমা ফাটালেন বিধায়ক পুত্র

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সোমবার সাত সকালে তেড়েফুঁড়ে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)।‌ এবার কেন্দ্রীয় তদন্তকারী দল পৌঁছে গেল মুকুল রায়ের (Mukul Roy) কাঁচড়াপাড়ার বাড়িতে। সূত্রের খবর, এইদিন প্রায় আড়াই-তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু জানিয়েছেন, তদন্তকারী অফিসারদের সমস্ত সহায়তা করা হয়েছে।

সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুকুল রায়ের কাঁচড়াপাড়ার বাড়িতে পৌঁছায় ইডির দল। সূত্রের খবর, একটি চিটফান্ড মামলায় মুকুল রায়কে দিল্লি ডেকে পাঠিয়েছিল ইডি। তবে শারিরীক অসুস্থতার কারণে সেখানে হাজিরা দিতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। ছেলে শুভ্রাংশু জানায়, তার বাবা গুরুতর অসুস্থ, এই অবস্থায় তিনি দিল্লি যেতে পারবেননা।

তবে শুভ্রাংশু তখন এটাও জানিয়েছিলেন যে, ইডি চাইলে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে যেতে পারে। সেইমত তিনি দুটি চিঠিও পাঠান ইডির দফতরে। এবং দ্বিতীয় চিঠির উপর ভিত্তি করেই এইদিন মুকুল রায়ের কাঁচড়াপাড়ার বাড়িতে পৌঁছায় ইডি বাহিনী। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন : স্বাধীনতা সংগ্রামীদের সাথে তালিবানের তুলনা! প্রয়াত কোরআনকে পাঠ্যক্রমে যোগ করতে চাওয়া বিতর্কিত সাংসদ

feb 11 mukul roy 4 col

জিজ্ঞাসাবাদ শেষে শুভ্রাংশু রায় বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। কথাবার্তা বলে গিয়েছে। ওরা আড়াই-তিন ঘণ্টা ছিল। কতজন এসেছিল আমি বলতে পারব না। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না। একটা কাজে বাইরে ছিলাম। শুনেছি ওরা খুশি।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X