নতুন করে আরও ২৬ জনের খোঁজ! শান্তনুকে নিয়ে বড় বোমা ফাটাল ED, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন পেঁয়াজের খোসার মতো খুলে আসছে বঙ্গের নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রহস্য। গত বছর থেকে শিক্ষক কেলেঙ্কারি মামলায় একের পর এক ধরা পড়েছেন তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিরা। দুর্নীতির অভিযোগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন হুগলীর তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। যদিও বর্তমানে দল থেকে বিতাড়িত তিনি। এই শান্তনুকে নিয়েই ফের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে।

ইডি (ED) সূত্রে খবর, আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা চাকরিপ্রার্থীদের থেকে টাকা এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। ২৬ জন নতুন ক্যান্ডিডেটদের থেকে এই বিপুল পরিমান টাকা এসেছে বলে চাঞ্চল্যকর দাবি ইডির। গোয়েন্দা সংস্থার দাবি, জেলবন্দি শান্তনুর সাথে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের হদিস মিলেছে।

রিমান্ড প্রেয়ারে উল্লেখ করা হয়েছে এই পর্যন্ত শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর লিস্ট পাওয়া গিয়েছিল, তাদের ছাড়াও নতুন করে আরও ২৬ জন প্রার্থীর খোঁজ পেয়েছে ইডি। যেখানে আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে হুগলীর এই তৃণমূল নেতাকে।

santanu money

শান্তনুর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুলে তদন্তকারীদের দাবি, যাদের দিয়ে শান্তনু কাজ করাতো তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চলত চলত কারচুপি। তাদের অজান্তে চেক বুকে সই করিয়ে নিতেন শান্তনু। ইডির দাবি, শাসকদলের নেতা হওয়ার ফলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লোটাস কনস্ট্রাকশন নামে অন্য একজনের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিতেন তিনি। সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমেই দুর্নীতি টাকা সাদা করা হত।

অন্যদিকে, আদালতে শান্তনুর আইনজীবী নিজের মক্কেলের পক্ষে সওয়াল করে বলেন, ইডির দাবি এক কোটি ৪০ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে, কিন্তু তার কোনো ডকুমেন্টস নেই। পাশাপাশি আইনজীবীর আরও দাবি, তিনি এতোটাও বোকা নয় যে ওই সবকিছু নিজের বাড়িতে রেখে দেবে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কিছু লোন রয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর