এবার অভিষেকের কেন্দ্রে চরম অ্যাকশনে ED, বড় পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির! তুঙ্গে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পক্ষ থেকে নোটিশ পাঠানো হল পুরসভাকে। ইডি সূত্রে খবর, ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে। সেই তদন্তের মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করতে চায় পুরসভার আধিকারিকদের।

ইডির (Enforcement Directorate) পক্ষ থেকে সেই কারণেই ডায়মন্ড হারবার পুরসভাকে পাঠানো হয়েছে নোটিশ। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ হয় ২০১৬ সালে। মোট ১৬ জনকে নিয়োগ করা হয় এই পদগুলির জন্য। ইডির পক্ষ থেকে পুরসভার কাছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

২০১৬ সালে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের মীরা হালদার। মীরা দেবী দাবি করেছেন, সেই সময়ে নিয়োগ হয়েছিল নিয়ম মেনে। দুর্নীতি হয়নি এখানে। সংবাদমাধ্যমকে তৎকালীন চেয়ারম্যান জানিয়েছেন, অয়ন শীলকে তিনি চিনতেন না।

আরোও পড়ুন : যাদবপুরে সিসিটিভি বসানোর জন্য মোটা টাকা বরাদ্দ, কবে থেকে শুরু হবে কাজ?

২০১৬ সালে পুরসভা নিজের ব্যবস্থাতে পরীক্ষার আয়োজন করে। ওই সংস্থা নিয়োগ করা হয়েছিল পরীক্ষা পরিচালনা করার জন্য। চেয়ারম্যানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠিত হয় স্বচ্ছভাবে নিয়োগের জন্য। পদগুলিতে মোট ১৬ জনকে নিয়োগ করা হয় ২০১৭ সালে। এই ১৬ জনের মধ্যে তিনজন বহিরাগত ও বাকিরা স্থানীয় এলাকার বাসিন্দা।

আরোও পড়ুন : দিঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা, বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত

সূত্রের খবর, যারা এই পদগুলিতে নিয়োগ পেয়েছিলেন তারা আগে থেকেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন ওই পুরসভায়। ডায়মন্ড হারবার পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেছেন গোয়েন্দা সংস্থা যা তথ্য চেয়েছে তা আমরা পাঠাব। ইডির তরফ থেকে এর আগেও দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুরসভাকে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের জন্য নোটিশ পাঠানো হয়।

diamond 1693383621682 1693383636595

এবার সেই জেলারই আরও একটি পুরসভা নোটিস পেল ইডির পক্ষ থেকে। পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম ইডির নোটিস প্রসঙ্গে বলেছেন, “আমাদের কোনও আপত্তি নেই তদন্ত হলে। তদন্ত হোক নিয়ম মেনে। তবে মিডিয়া ট্রায়াল যেন না হয়। কেন সব তদন্তের আগে মিডিয়াকে জানানো হচ্ছে? একটি তদন্তকারী সংস্থা আদালতের কাছে তো দায়বদ্ধ।”

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর