বাংলা হান্ট ডেস্কঃ এবার ইডির (Enforcement Directorate) নজরে রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ। সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আট বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে মালিকের বাড়িতেও। ইডি সূত্রে খবর, হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশি চলছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও।
রাজ্যের ৮ মেডিক্যাল কলেজে ইডির (Enforcement Directorate) হানা
তবে শুধু রাজ্যে নয়,সারা দেশে মোট ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালাচ্ছে ইডি (Enforcement Directorate)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্ত চলছে।
প্রসঙ্গত এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।অভিযোগ, জাল শংসাপত্র দেখিয়ে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে বহু অযোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছে। অথচ যোগ্যতা থাকতেও বঞ্চিত হচ্ছেন অনেক যোগ্য প্রার্থী।
আরও পড়ুন: নিজের এক্তিয়ার পার করছে ইডি? যা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
জানা যাচ্ছে, বীরভূমে যে মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে, তার মালিক মলয় পীট। এখানে বলে রাখি আগেও অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এই মলয়ের নাম জড়িয়েছিল গরু পাচার, এবং নিয়োগ দুর্নীতি মামলায়।
সূত্রের খবর সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলছে বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে।