বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ফের তৎপর ইডি (Enforcement Directorate)। কয়লা পাচারের একটি পুরনো মামলায় বৃহস্পতিবার সকালে কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে এই কেন্দ্রীয় সংস্থা। নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার অফিসেও চলছে এই অভিযান। বুধবার রাতেই তাঁরা দিল্লি থেকে কলকাতায় এসেছেন।
প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইডি (Enforcement Directorate) অভিযান শুরু হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ির ভিতরে বেশ কিছুক্ষণ ছিলেন। পরে তাঁকে একটি ফাইল হাতে নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখা যায়। সেই সময়ই তিনি ইডি অভিযানের বিরুদ্ধে সরব হন।
ইডি (Enforcement Directorate) বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
বাড়ির বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি (Enforcement Directorate) অফিসাররা তৃণমূল কংগ্রেসের দলের গুরুত্বপূর্ণ ও অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। তাঁর দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবে দলের প্রার্থীদের তথ্য, হার্ড ডিস্ক এবং গুরুত্বপূর্ণ নথি হাতানোর চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ইডি দলের ইন্টারনাল ডেটা নেওয়ার চেষ্টা করছে। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “দুষ্ট হোম মিনিস্টারের নির্দেশেই এই কাজ করা হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর আরও দাবি, তৃণমূল কংগ্রেসের প্রার্থিতালিকা এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য হাতাতে ইডি (Enforcement Directorate) এসেছে। তিনি বলেন, ভোটের আগে ভয় দেখানোর রাজনীতি চলছে। এই ইডি অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যের শাসকদলকে চাপে ফেলার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ বাংলার রেলে নতুন শুরু! প্রথম বন্দে ভারত স্লিপারসহ ১৩ ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এদিকে ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারের একটি পুরনো মামলার তদন্তেই এই তল্লাশি চলছে। তবে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তাঁর অভিযোগের পর বিষয়টি আরও রাজনৈতিক রং নিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ইডি অভিযান এবং মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করছে।












