বাংলা হান্ট ডেস্ক: ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেট তারকাদের ঝামেলা চিন্তা ক্রমশ বাড়ছে। অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্ম 1xBet-এর প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্রিকেটার যুবরাজ সিং থেকে শুরু করে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার মতো খেলোয়াড়রা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দ্বারা তদন্তের মুখোমুখি হচ্ছেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
কড়া অ্যাকশনে ED (Enforcement Directorate):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সুরেশ রায়না এবং রবিন উথাপ্পার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ED (Enforcement Directorate) অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে জড়িত একটি মানি লন্ডারিং মামলার তদন্ত করছে। ওই মামলায় কিংবদন্তি ক্রিকেটারদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং শীঘ্রই তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও জানা গিয়েছে।
“অপরাধের অর্থ” দিয়ে কেনা সম্পত্তি: ED (Enforcement Directorate) বেশ কিছুদিন ধরেই অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্ত করছে। যেখানে ভারতের তারকা খেলোয়াড়ের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও ইডির রাডারে রয়েছেন। ইতিমধ্যেই সোনু সুদ ছাড়াও, মিমি চক্রবর্তীর মতো চলচ্চিত্র তারকাদের নাম উঠে এসেছে। এই বেটিং অ্যাপের প্রচার করার জন্য তাঁরা প্রত্যেকেই ফি পেয়েছিলেন। তবে, ED তাদের তদন্তে দেখেছে যে এই এনডোর্সমেন্ট ফি দিয়ে কেনা সম্পদগুলি “অপরাধের আয়”।
আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট-UPI, ১ অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন, জানুন
ED (Enforcement Directorate)-র তদন্ত অনুসারে, এই তারকার ওই অ্যাপের প্রচার করার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। ওই অর্থ তাঁরা সম্পত্তিগুলি কেনার জন্য ব্যবহার করেছিলেন। পাশাপাশি, ED এটাও অনুমান করছে যে, কিছু সম্পত্তি বিদেশে অবস্থিত হতে পারে। ফলস্বরূপ, এই তারকারা এখন কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে, বিদেশে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ED কোনও পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া, অ্যাপটির প্রচারের জন্য এনডোর্সমেন্ট ফি ব্যবহার করে প্রতিটি ক্রিকেটার দেশের অভ্যন্তরে কত সম্পত্তি কিনেছেন তা এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: সমগ্র মাস জুড়ে উৎসবের মরশুম! অক্টোবরে ২১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা
ক্রিকেটার এবং চলচ্চিত্র তারকাদের জিজ্ঞাসাবাদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি, ৪ জন ক্রিকেটারকে নয়াদিল্লিতে ED (Enforcement Directorate)-র সদর দফতরে কয়েক ঘন্টা ধরে একে একে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ED কর্তৃক সমন জারির পর, তারা তাঁরা একে সংস্থার সামনে হাজির হন। এছাড়াও, চলচ্চিত্র তারকা সোনু সুদ, মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকেও তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এদিকে, বর্তমানে বিদেশে থাকা অভিনেত্রী উর্বশী রাউতেলা ED-র তদন্তে অংশ নিতে পারছেন না।