হল না শেষরক্ষা, মিমি-অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় ফাঁপরে পড়লেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা। দুই টলি তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। গেমিং অ্যাপ 1xBet মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাঁদের। মিমি ও অঙ্কুশ ছাড়াও যুবরাজ সিং, রবিন উথাপ্পা, উর্বশী রাউতেলা এবং সোনু সুদেরও সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

মিমি এবং অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate)

জানা যাচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত ছাড়াও সুদের টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। ইডি সূত্রে খবর, প্রত্যেকের বিরুদ্ধেই জেনে শুনে ওই নিষিদ্ধ গেমিং অ্যাপের হয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।

Enforcement Directorate seized mimi ankush property

কী অভিযোগ উঠেছে: উল্লেখ্য, আরও বেশ কয়েকটি অ্যাপ সহ 1xBet নামে ওই অনলাইন গেমিং অ্যাপটিকে আগেই অবৈধ বলে ঘোষণা করেছিল কেন্দ্র। তারপরেও দেশের একাধিক তারকা ওই অ্যাপের হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ। বিনোদন থেকে ক্রীড়া জগতের তারকারাও গেমিং অ্যাপের প্রচার করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন : “বলির পাঁঠা করা হচ্ছে”, মেসি কাণ্ডে ‘শিল্পী মানুষ’ শুভশ্রীর পাশে দাঁড়ালেন রচনা

সমন পাঠিয়েছিল ইডি: এই মামলায় তদন্ত করতে তারকাদের দফায় দফায় তলব করা হয় ইডির (Enforcement Directorate) তরফে। জানা যায়, আর্থিক দুর্নীতি বিরোধী আইনের অধীনে জিজ্ঞাসাবাদ করে নথিভুক্ত করা হয় বয়ান। এর আগেই এই মামলায় দিল্লিতে ইডির সদর দফতরে ডাক পেয়েছিলেন অঙ্কুশ। সমন পাঠানো হয়েছিল মামলায় নাম জড়ানো অন্যান্য তারকাদেরও।

আরও পড়ুন : ছাব্বিশের আগে বাংলাকে ৩২০০ কোটি টাকার প্রকল্প উপহার, আগামীকালই বঙ্গ সফরে মোদী

প্রসঙ্গত, একাধিক বেটিং অ্যাপের হয়ে বহু নামী তারকাদের বিরুদ্ধেও প্রচার করার অভিযোগ রয়েছে। ইডির তরফে এর আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় বলে খবর।