বাংলা হান্ট ডেস্কঃ কিংফিশার এয়ারলাইন্স (Kingfisher Airlines) লিমিটেডের মালিক তথা পলাতক মদ ব্যবসায়ী বিজয় মাল্যর (Vijay Mallya) বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল Enforcement Directorate। শুক্রবার ED ফ্রান্সে বিজয় মাল্যর ১.৬ মিলিয়ন ইউরোর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। উল্লেখ্য, বিজয় মাল্যর মামলা এখন লন্ডনের আদালতে বিচারাধীন। ২০১৬ সালে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপি করে ভারত ছেড়ে ব্রিটেনে পালিয়ে যান বিজয় মাল্য। এরপর ভারত ব্রিটেনের কাছে বিজয় মাল্যর প্রত্যর্পণের দাবি জানায়। ২০১৮ সালের ডিসেম্বর মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের ম্যাজিস্ট্রেট’স কোর্ট। ব্রিটেনের ম্যাজিস্ট্রেট’স কোর্ট-এর নির্দেশের বিরুদ্ধে মাল্য ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করে। আরও তখন থেকেই মাল্যর প্রত্যর্পণের মামলা চলে আসছে ব্রিটেনের আদালতে।
বিজয় মাল্যর বিরুদ্ধে কড়া অ্যাকশন ইডি’র, ফ্রান্সে বাজেয়াপ্ত করা হল বিপুল সম্পত্তি
সম্পর্কিত খবর
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা