মাটির বাড়িতে সাতসকালে ইডি হানা, যা বেরোলো তল্লাশিতে… চাঞ্চল্য এলাকায়

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আপাতদৃষ্টিতে দেখতে টিনের চাল দেওয়া এক সাধারণ মাটির ঘর। বাড়ির মালিক বিপ্লব সরকার পেশায় কাঠের মিস্ত্রি। সেখানেই আচমকা হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) আধিকারিকদের। ঘন্টার পর ঘন্টা ধরে ইডির তল্লাশিতে যা উঠে এল, দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার হয়ে যাওয়ার জোগাড়!

জাল পাসপোর্ট কাণ্ডে ফের তদন্ত ইডির (Enforcement Directorate)

জাল পাসপোর্ট কাণ্ডে টানা তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্রেই এদিন নদিয়ার চাকদহের পরারি গ্রামে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Enforcement Directorate) আধিকারিকরা। কাঠ মিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে চলছে টানা তল্লাশি। জানা যাচ্ছে, এই মাটির বাড়ি থেকেই পাসপোর্ট উদ্ধার করেছে ইডি (Enforcement Directorate)। কোথা থেকে এল এই পাসপোর্ট? এই পাসপোর্ট ব্যবহার করে কোথায় কোথায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের চলছে জিজ্ঞাসাবাদ।

Enforcement Directorate starred investigation in nadia

কোন সূত্রে তল্লাশি নদিয়ায়: উল্লেখ্য, জাল পাসপোর্ট কাণ্ডে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক গ্রেফতার হয়েছিল। সে সময় ওই সূত্র ধরে উত্তর ২৪ পরগণা এবং গেদে সীমান্ত সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে ইডি (Enforcement Directorate) তল্লাশি চালিয়েছিল। সম্প্রতি ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় জাল পাসপোর্ট মামলায়। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল এই ইন্দুভূষণই। তাঁর সঙ্গে কাঠ মিস্ত্রি বিপ্লব সরকারেরও যোগসূত্র পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ‘শাড়িতে ভালো লাগে…’, অগুন্তি মহিলাদের একই মেসেজ! ‘হেনস্থা’র অভিযোগে মুখ খুললেন ঋজু

বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে ইডি: জানা গিয়েছে, ইন্দুভূষণের চাকদহের সাইবার ক্যাফে থেকে প্রায় সাড়ে তিনশোটি ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। সেখান থেকেই ইডি (Enforcement Directorate) বিপ্লব সরকারের সূত্র পায় বলে খবর। এই বিপ্লব সরকারের বাংলাদেশ যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি তদন্তকারীরা। তাঁর পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি থেকে ব্যাঙ্কের লেনদেনও খতিয়ে দেখছেন তাঁরা।

আরও পড়ুন : ‘আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী…’, জন্মদিনের সন্ধ্যায় মন খারাপ শাহরুখের, কী হল হঠাৎ?

প্রায় ঘন্টাখানেক ধরে তদন্ত চালাচ্ছে ইডি। বিপ্লব সরকারের ভাই বিপুল সরকার এবং পরিবারের অন্যান্য সদস্যদের নথিপত্র, পাসপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। দুই ভাই-ই কাঠ মিস্ত্রির কাজ করেন বলে খবর স্থানীয় সূত্রে। তবে তাঁদের কাছে পাসপোর্ট এল কোথা থেকে তা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।