বাংলাহান্ট ডেস্কঃ ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’ -বাসা বানোর দিক থেকে কিন্তু পাখিরদের (Bird) উপরে কেউ নেই। লকডাউনে বিভিন্ন সময়ে অরণ্য থেকে বহু প্রাণীর লোকালয়ে বেরিয়ে আসার বহু ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা গৃহবন্দি দশাতেও মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটিয়েছে। শুধুমাত্র বন্যপ্রাণী নয়, সেলুলয়েডের তারকারা থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু তাঁর ব্যক্তিক্রম হয়নি।
সুখ দুঃখ আনন্দের মাঝেও কিন্তু সকলেই দিনের শেষে নিজের আলয়ে ফিরতেই পছন্দ করে। সকলেই চায় নিজের পছন্দ মত ঘর বানাতে। তবে এই তালিকায় কিন্তু পাখিদের নাম আসে সবার আগেই। পাখিরা তাঁদের ছোট ঠোঁট দিয়ে একটা একটা করে কাঠ পাতা জোগাড় করে, সযত্নে বাসা বানায়। নিজে থাকে এবং সেইসঙ্গে সযত্নে ডিম লালন পালন করে।
ইঞ্জিনিয়ার বার্ড
সম্প্রতি এই মহামারির মধ্যেই একটি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যা দেখে তাবড় তাবড় ইঞ্জিনিয়ারও লজ্জায় মুখ ঢাকছে। হেমালাতনার্ন নামের একটি ট্যুইটার ব্যবহারকারী তাঁর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি গাছের পাতায় সুন্দর ছোট একটি পাখির বাসা। শুধু বাসাই নয়, যেখানে রয়েছে আবার তিনটি ডিমও।
Brilliant Engineer 👌👍😍😍
Amazing Nature 😍 pic.twitter.com/1qL4LOyaR7— Hemalatha (@Hemalathanarne) July 1, 2020
পাখির সেই বানানো বাসা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। পাখিরাই যে আসল ইঞ্জিনিয়ার তা আরো একবার প্রমাণ করে দিল এই পাখি। নাম না জানা সেই পাখির তৈরি অপরূপ বাসা দেখতে নেটপাড়ায় ভিড় পড়ে গেছে। শেয়ার করার সাথে সাথেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও।