ভারত বিশ্বজয়ী হবে দাবি করেও পাল্টি ব্রেট লি’র, এবার বাজি রাখলেন এই দুই দলের উপর

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদারদের নিয়ে করা নিজের বয়ান থেকে এবার ৩৬০° ঘুরে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার ব্রেট লি। আসলে লিয়ের মতো অনেকেই ভারতকে এবার বিশ্বকাপ জয়ের প্রবল দাবীদার হিসেবে দেখেছিলেন। কিন্তু ভারতের এই হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বয়ান বদল করতে হচ্ছে তাদের। লি জানিয়েছেন ইংল্যান্ড এবং পাকিস্তান অত্যন্ত শক্তিশালী দল। এই বিশ্বকাপে তাদের হারানো সত্যিই মুশকিল হবে অন্যান্য দলগুলোর পক্ষে।

একইসঙ্গে নিজের দল অস্ট্রেলিয়া সম্পর্কেও বড় বয়ান দিয়েছেন এই জোরে বোলার। তার মতে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার হলেও ফের একবার ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া। জানিয়ে রাখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এনকাউন্টারে মাত্র ১২৫ রান করেই অলআউট হয়ে গিয়েছিল অজি বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে বাটলারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ১১.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মর্গ্যানরা। লি যদিও মেনে নিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের বিশ্বজয়ী দুর্ধর্ষ পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে তিনি এও বলেন অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি মোটেই হতাশাজনক নয়।

IMG 20211101 190543

আইসিসির হয়ে একটি কলাম লিখতে গিয়ে লি লেখেন, “অস্ট্রেলিয়াও কিছু পর্যায়ে ভালো করেছে কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে ম্যাচের অন্যান্য অংশে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে,” লি আরও বলেন, “অস্ট্রেলিয়া হতাশাজনক পরিস্থিতির মধ্যে নেই। আমি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখার চেষ্টা করি। অনেকেই বলছেন, তার দলে থাকা উচিত নয়, তার ব্যাটিং করা উচিত নয় এবং এরকম আরও অনেক কিছু।”

923739 923312 922943 england vs australia 1st t20i match

নিজেদের চার ম্যাচের তিনটি জিতে নিয়ে এই মুহূর্তে ৬ পয়েন্টে রয়েছে সাউথ আফ্রিকা, কার্যত অস্ট্রেলিয়ার ঘাড়ে নিশ্বাস ফেলছে তারা এই মুহূর্তে নেট রান রেটে এগিয়ে থাকায় বাভুমার দল এখন রয়েছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়াকে যদি আগামী পর্বে পৌঁছাতে হয় তাহলে পরের দুটি ম্যাচ জিততেই হবে যে কোন প্রকারে। লি মনে করেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানদের আরও ভালো পারফর্মেন্স উপহার দেওয়া দরকার। তিনি বলেন, “টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো পারফর্ম করতে হবে। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসের মতো খেলোয়াড়দের রান করতে হবে। প্রথম দুই ম্যাচে তারা ভালো ফর্মে ছিল কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে মিস করেছে এবং সেটা খেলার অংশ।”

 

Abhirup Das

সম্পর্কিত খবর