ফের বিতর্ক পাকিস্তানি ক্রিকেটে। এবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। এবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য 39 বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার কে নিষিদ্ধ করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া হল মোহাম্মদ হাফিজকে। এই অভিযোগের ভিত্তিতে হাফিজ জানিয়েছেন যে তিনি বোলিং একশ্যান পরীক্ষা দেওয়ার জন্য রাজি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত হাফিজ বোলিং একশন সঠিক করছেন ততদিন ইংল্যান্ডের কোনো প্রকারের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না হাফিজ।
30 শে আগস্ট ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টিটোয়েন্টি টুর্নামেন্টে কাউন্টি দল মিডল্যান্সের হয়ে খেলতে নেমেছিলেন পাকিস্তানী ক্রিকেটার হাফিজ। সেই ম্যাচে হাফিজের বোলিং একশন নিয়ে প্রশ্ন তোলেন ফিল্ড আম্পায়াররা। এরপরই হাফিজকে বোলিং একশন পরীক্ষা দিতে হয় লাফবরো বিশ্ব বিদ্যালয়ে। সেই পরীক্ষায় দেখা যায় হাফিজের বোলিং একশনে ভুল রয়েছে। বোলিং করার সময় হাফিজের কুনুই 15 ডিগ্রির বেশ বেকেছিল যেটা নিয়ম বহিভূর্ত। তারপরই হাফিজ কে ইংল্যান্ডের সমস্ত ধরনের ক্রিকেট থেকে ব্যান করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এরপর হাফেজ জানিয়েছেন যে ইংল্যান্ডের পরীক্ষায় সামান্য কিছু ত্রুটি ছিল, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত একজন অলরাউন্ডার হিসাবে আমার কেরিয়ারে কিছুটা ক্ষতি করল। হাফিজ জানিয়েছেন আইসিসি অনুমোদিত টেষ্ট সেন্টারে তিনি বোলিং একশন পরীক্ষা দিতে রাজি।