বুমরার অভাব ঢেকে দিলেন হার্দিক, ফের একবার ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে দৌলতে বেকায়দায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬০ রান করে আউট হয়েছেন বাটলার, যিনি ছিলেন ইংল্যান্ডের এই ইনিংসে একমাত্র উজ্জ্বল সম্ভাবনা। সেই সঙ্গে টুর্ণামেন্টে প্রথমবার জেসন রয় কেও নিজের স্বাভাবিক ছন্দে পাওয়া গিয়েছিল কিন্তু ৩১ বলে ৪১ রানের বেশি করতে পারেননি তিনি।

<span;>এই নিয়ে রোহিত শর্মা টানা তিনটি ম্যাচে টসে জিতলেন এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। পিঠের চোটের কারণে এই ম্যাচে যশপ্রীত বুমরাকে পায়নি ভারতীয় দল। তার পরিবর্তে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছিল কারণ অর্শদীপ সিংও চোটের জন্য বাইরে রয়েছেন। নিজের এবং ম্যাচের প্রথম ওভারেই জনি বেয়ারস্টো এবং জো রুটকে ০ রানে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। কিন্তু ওর নিজের এই প্রথম ওভারে বাদ দিয়ে বাকি ৮ ওভারে ৬৬ রান দিয়েছেন সিরাজ।

<span;>বুমরার অবর্তমানে হার্দিক পান্ডিয়া ভারতীয় পুলিশ লাইন আপকে ভরসা দেন। মিডল অর্ডারে বেন স্টোকস (২৭), জস বাটলার, জেসন রয় এবং লিয়াম লিভিংস্টোনের (২৭) উইকেট নেন তিনি। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩টি মেডেন সহ ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন হার্দিক। এরপরে ইংল্যান্ডের টেল এন্ডারদের উইকেটগুলি তোলেন চাহাল। নিজের নির্ধারিত ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন তারকা লেগ স্পিনার।

chahal lost

<span;>এই নিয়ে প্রথমবার ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে কোনো একদিনের সিরিজ এর প্রত্যেকটি ম্যাচেই নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হলো। আজকেও চার ওভার ব্যাট করতে পারেনি তারা। ৪৫.৫ ওভারে তারা ২৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের সামনে সিরিজ ও ম্যাচ জয়ের জন্য লক্ষ্য ২৬০।

Reetabrata Deb

সম্পর্কিত খবর