বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ড সমর্থকদের জঘন্য আচরণের সাক্ষী এর আগেও থেকেছে গোটা বিশ্ব। বিশেষত ইউরো কাপে ইংল্যান্ডের হারের পর, প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে যে চূড়ান্ত অভব্য ব্যবহার করেছিল ইংরেজরা তা ছিল রীতিমতো অসহ্য। ভারত ইংল্যান্ড টেস্টেও এর ব্যতিক্রম হল না। মঙ্গলবার হেডিংলিতে দিনের শুরুতে অ্যান্ডারসন, ওভারটনদের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ৭৮ রানে ধরাশায়ী হয়ে পড়ে ভারত। লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর থেকেই কার্যত ভারতীয় খেলোয়াড়দের টিটকিরি দিতে অভদ্র আচরন শুরু করে ইংল্যান্ডের ফ্যানরা।
একদিকে যেমন বিরাট কোহলিকে আউট হওয়ার পর বাইবাই সিগন্যাল দেখাতে দেখা যায় বার্মি আর্মিকে। তেমনি মঙ্গলবার সীমানার থাকে ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজকে নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ শুরু করেন তারা। কার্যত প্রথমে মনে হয়েছিল, কম রানে ভারত অলআউট হওয়ায় সিরাজকে ব্যঙ্গ করে স্কোর জিজ্ঞেস করছেন সর্মথকরা। কারণ সিরাজ তাদের উত্তর দিতে গিয়ে ডান হাত তুলে ১ এবং বাম হাত তুলে ০ দেখান। অর্থাৎ সিরিজে এখনও ভারত ১ ইংল্যান্ড শূন্য।
কিন্তু এর পরেই বোঝা যায় ঘটনাটি সম্পূর্ণ অন্য। আসলে শুধু কথা নয়, সিরাজের দিকে বলও ছুঁড়ে মারার চেষ্টা করেন ক্ষুব্ধ দর্শকরা। ঘটনা জানতে পেরে রেগে ওঠেন কোহলিও। তিনি ওই বলটি তুলে বাইরে ফেলে দিতে বলেন সিরাজকে। পরে প্রেস কনফারেন্সে এই ঘটনা সকলের সামনে নিয়ে আসেন উইকেটরক্ষক পান্থ। তিনি বলেন, “আমার মনে হয়, কেউ সিরাজকে লক্ষ্য করে বল ছুড়েছিলেন। তাই ও (বিরাট) রেগে গিয়েছিল। আপনারা যা চান, বলতে পারেন, চেঁচাতে পারেন, কিন্তু ফিল্ডারদের দিকে কিছু ছুড়বেন না। এটা ক্রিকেটের জন্য একেবারেই ভালো নয়।”
Learning from his captain
Siraj miyan 🔥🔥https://t.co/YQoOLlxMJl
— Chiku (@Kohliisgoat) August 25, 2021
এই জঘন্য আচরণ এই মুহূর্তে রীতিমতো সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এর আগেও কে এল রাহুলের দিকে মদের বোতলের ছিপি ছুড়তে দেখা গিয়েছে ইংল্যান্ড সমর্থকদের। এই টেস্টেও একই ঘটনা ঘটালেন তারা। মুখে যা খুশি বলতে পারেন তারা, তা মেনে নিয়েছেন বিরাটও। কিন্তু এধরনের ঘটনা যারা ঘটান তারা কি আদৌ ক্রিকেটের সমর্থক? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।