পাকিস্তানের মাটিতে ইতিহাস ইংল্যান্ডের! টানা দুটি টেস্ট জিতে ICC WTC-এর দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্টোকসরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান সফরে টানা দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতলো বেন স্টোকসের ইংল্যান্ড। রাওয়ালপিন্ডির মাঠে আগ্রাসি ক্রিকেট খেলার ফলস্বরূপ ৭৪ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। মুলতানে লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হলো। কিন্তু শেষপর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো ইংল্যান্ডের ২৬ রানে জয়ের মাধ্যমে। টানা দুটি টেস্ট জিতে করাচির ম্যাচের আগেই সিরিজ পকেটে ভরে নিলেন ব্রুকসরা।

multan england

প্রথম টেস্টে ব্যাটিং বান্ধব পরিবেশে রীতিমতো ওয়ানডে ফরম্যাটের কায়দায় ব্যাটিং করেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। কিন্তু মুলতান টেস্টে পিচ ও পরিস্থিতি অতটা ব্যাটিং বান্ধব ছিল না। এমন অবস্থায় প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্রুকসের শতরানে ভর করে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড। পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩৫৫ রানের।

বাবর আজম দ্বিতীয় ইনিংসের সম্পূর্ণ ব্যর্থ হলেও দুর্দান্ত লড়াই করেছিলেন সাউদ শাকিল ও ইমাম উল হক। কিন্তু শাকিল সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দুরে মার্ক উডের শিকার হন। ইমাম আউট হন ৬০ রান করে। এরপর মহম্মদ নাওয়াজ চেষ্টা করেছিলেন বটে কিন্তু উড, অ্যান্ডারসন রবিনসনদের চেষ্টার সামনে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

মাত্র ১৮ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় পাকিস্তান। ২১ ওভারে ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেয় মার্ক উড। ২ টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও রবিনসন। ১ টি করে উইকেট পেয়েছেন রুট এবং লিচ। ৩২৮ রানে অলআউট হয়ে ২৬ রানের ব্যবধানে হার মানতে হয় পাকিস্তানকে।

এই হারের পর পাকিস্তানের ভক্তরা খুব উগরে দিয়েছেন আম্পায়ারিং নিয়ে। শাকিলের ক্যাচটি ইংল্যান্ডের উইকেট রক্ষক অলি পোপ পরিচ্ছন্নভাবে নিয়েছিলেন কিনা সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন। গুরুত্বপূর্ণ ইনিংসে মাত্র এক রান করে আউট হওয়ায় স্টেডিয়ামে উপস্থিত পাকিস্তানের ভক্তরা কটু কথা শুনিয়েছেন অধিনায়ক বাবর আজমকেও। ঘরের মাঠে পরপর দুটি টেস্ট ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে দূর থেকে অনেকটাই পিছিয়ে পড়লো পাকিস্তান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর