স্বল্প খরচেই ছুটি উপভোগ! কম খরচেই ঘুরে আসুন এই পাঁচটি জায়গা, খরচ মাত্র কয়েক হাজার

বাংলাহান্ট ডেস্কঃ ভ্রমণ (travel) পিপাসু বাঙালি ছুটি পেলেই মনটা বেড়াই বেড়াই করে। করোনার কারণে এই ভ্রমণ তৃষ্ণাকে কিছুটা সংবরণ করলেও, নিউ নর্মাল থেকেও আবারও ছুটির আমেজে মন ভালো করতে বেড়িয়ে পড়েছেন মানুষজন। কারো পাহাড়, কেউ বা আবার সমুদ্র, আবার কেউ তো গভীর অরণ্যে হারিয়ে যেতে খুবই ভালোবাসে।

আজ আপনাদের নিয়ে যাব এমন কিছু জায়গায়, যেখানে কম খরচেই আপনি বেড়িয়ে আসতে পারবেন।

   

digha

বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে ‘দী-পু-দা’। আর এই ‘দী-পু-দা’-র ‘দী’ হল দীঘা। স্বল্প খরচে কাছে পিঠে আপনি দীঘা থেকেও ঘুরে আসতে পারেন। সমুদ্র স্নানের পাশাপাশি সকালে সূর্যোদয় এবং সন্ধ্যেয় সূর্যাস্ত- সবই দেখতে পারবেন দু চোখ ভোরে। সঙ্গে থাকবে লোভনীয় সামুদ্রিক খাবারও। সস্তার হোটেল থেকে দামী হোটেল সবার জনই সুব্যবস্থা রয়েছে এখানে।

Enchanting Travels South India Tours Kanyakumari

কথায় বলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, তবে কাশ্মীর না হলেও, কন্যাকুমারী তো যাওয়া যেতেই পারে। হাজার টাকার কমেই বেশ ভালো হোটেলও পেয়ে যাবেন। নয়ের দশকের মত জনপ্রিয়তা এখন না থাকলেও, সস্তার মধ্যে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ঘুরে আসতেই পারেন।

bcksbckj

প্রকৃতিকে ভালোবেসে থাকলে, এখানে গেলে আপনি আবারও প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। হিমাচল প্রদেশের কসৌনি। মাত্র দেড় হাজার টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন পাহাড় ঘেরা এই সুন্দর প্রাকৃতিক ভ্রমণ স্থান। পাহাড় ঘেরা প্রকৃতির খুব কাছেই এখানে যেন মেঘ কথা বলবে আপনার সঙ্গে।

tawang arunachal

স্বল্প খরচের মধ্যে পাহাড়ে ভ্রমণের আরও একটি জায়গা হল অরুণাচল প্রদেশের তাওয়াং। পাহাড়ের কোলে এখানে প্রকৃতির এক অপরূপ রূপ দেখতে পাবেন আপনি। বৌদ্ধ মঠগুলিতে গেলে মনে এক শান্তি অনুভব করবেন। এই অঞ্চলে হোটেল খরচটা একটু বেশি হলেও, আশেপাশের লোকজনদের বাড়িতেও থাকার ব্যবস্থা আছে।

428812 jaipur

কাজের ফাঁকে সময় বের করে মাত্র ৫ হাজার টাকা নিয়েই বেরিয়ে পড়ুন রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে জয়পুর যাওয়ার সরাসরি ট্রেনে চেপে বসে পৌঁছে যান গোলাপি শহরে। একটু সস্তার হোটেল খুঁজে কাটিয়ে দিন রাতটুকু। বিখ্যাত স্ট্রিট ফুড দেখে লোভ সামলাতে পারবেন না আপনিও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর