সাতসকালে নবান্নে তুমুল আতঙ্ক, ভয়ে কাঁটা কর্মী-আমলারা! মুখ্যমন্ত্রীর অফিসে কার ‘হানা’?

বাংলা হান্ট ডেস্কঃ রোজকার মতই চলছে কাজ। কর্মব্যস্ত দিনে ব্যস্ত সকলে। হঠাৎই শুরু হনুমানের অত্যাচার। নবান্নে (Nabanna) ঢুকে পড়ল বড়সড় মাপের এক হনুমান (Entellus)। আর তার দাপটে অতিষ্ঠ নবান্নের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় হই হই পড়ে যায় নবান্নে। যেই নবান্নে জারি ১৪৪ ধারা, কড়া নিরাপত্তার চাদরে ঘেরাও গোটা বিল্ডিং, সেই নবান্নে সমস্ত নিরাপত্তা রক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ল আস্ত হনুমান। সূত্রের খবর, এদিন সকাল থেকেই গোটা বিল্ডিং জুড়ে দাপিয়ে বেড়ায় সেই হনুমান।

তিন তলা চারতলা থেকে শুরু করে ১৪ তলা, একের পর ফ্লোর এ এ ঘুরে ঘুরে দেখে সে। আর হনুমান দেখতে কাজ ফেলে বাইরে বেরিয়ে আসেন সকল কর্মচারীগণ। কেউ হাসতে হাসতে হনুমানের কীর্তি দেখতে ব্যস্ত, কেউ ফোন বের করে টুক করে তুলে নিচ্ছেন ছবি, ভিডিও।

আরও পড়ুন: চাকরি বিক্রি অতীত! মানিকের বিরুদ্ধে নতুন মামলা হাইকোর্টে, নেপথ্যে কে? তোলপাড় রাজ্য

উপস্থিত কর্মচারীদের মধ্যে কেউ কেউ আবার ওই হনুমানকে কলা খাওয়ানোর চেষ্টা করেছেন। হনুমানের জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা নবান্নে। কাজ ভুলে অনেকটা সময় হনুমান দেখতে ব্যস্ত হয়ে যায় সকলে।

hanuman

আরও পড়ুন: আজ তুমুল ঝড়-বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়! কিছুক্ষণেই তাণ্ডব, সাবধান থাকুন

পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় দমকল বিভাগের আধিকারিকরা। খবর পেয়ে পৌঁছয় বন দপ্তরের আধিকারিকরাও। তবে হনুমান ধরতে নাজেহাল সকলে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী হনুমানটি নিজেই নবান্নের বাইরে বেরিয়ে গিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর