ভিডিওঃ করোনার যোদ্ধাদের সন্মান জানালো হল গোটা দেশ জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশের জনতাকে একদিনের জন্য জনতা কার্ফু (Janata Curfew) পালন করার আবেদন করেছিলেন। সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত এই কার্ফু পালন করার আবেদন জানিয়েছিলেন তিনি। এর সাথে তিনি এও বলেছিলেন যে, যারা যারা বিগত দুই মাস ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছে তাঁদের একবার সন্মান জানানর জন্য সবাই যেন, বিকেল পাঁচটার সময় বাড়ির ব্যালকনি, দরজা, ছাঁদে উঠে হাত তালি দেন, থালা বাসান বাজান।

আজ গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে জনতা কার্ফু পালিত হল। এই কার্ফু পালনের পর গোটা দেশে ঠিক বিকেল পাঁচটা নাগাদ করোনারা যোদ্ধাদের সন্মান জানানর কাজ শুরু হয়।

উত্তর প্রদেশের নয়ডায় মানুষ এভাবে করোনার যোদ্ধাদের সন্মান জানায়

উত্তরাখণ্ডের দেরাদুনে মানুষ এভাবে করোনার যোদ্ধাদের সন্মান জানায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর