বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশের জনতাকে একদিনের জন্য জনতা কার্ফু (Janata Curfew) পালন করার আবেদন করেছিলেন। সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত এই কার্ফু পালন করার আবেদন জানিয়েছিলেন তিনি। এর সাথে তিনি এও বলেছিলেন যে, যারা যারা বিগত দুই মাস ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছে তাঁদের একবার সন্মান জানানর জন্য সবাই যেন, বিকেল পাঁচটার সময় বাড়ির ব্যালকনি, দরজা, ছাঁদে উঠে হাত তালি দেন, থালা বাসান বাজান।
আজ গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে জনতা কার্ফু পালিত হল। এই কার্ফু পালনের পর গোটা দেশে ঠিক বিকেল পাঁচটা নাগাদ করোনারা যোদ্ধাদের সন্মান জানানর কাজ শুরু হয়।
উত্তর প্রদেশের নয়ডায় মানুষ এভাবে করোনার যোদ্ধাদের সন্মান জানায়
#WATCH: People come out on their terraces and balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic. Visuals from Noida. pic.twitter.com/QkFPCEKv6I
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 22, 2020
উত্তরাখণ্ডের দেরাদুনে মানুষ এভাবে করোনার যোদ্ধাদের সন্মান জানায়।
#WATCH Uttarakhand: People come out on their terraces and balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid. #CoronavirusPandemic. Visuals from Dehradun pic.twitter.com/5Jn0rYGD9R
— ANI (@ANI) March 22, 2020