এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম: এবার আপনার অ্যাকাউন্টেও আসতে পারে ১৫ হাজার! কিভাবে? জানুন

Updated on:

Updated on:

EPFO confused over new employment scheme

বাংলা হান্ট ডেস্কঃ আপনি যদি কোনও বেসরকারি সংস্থায় প্রথমবার কাজ শুরু করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে বছরে দু’বার মিলতে পারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা (Employment Incentive)। এই নতুন ভাতা প্রকল্পের নাম ইএলআই স্কিম (Employment Linked Incentive Scheme)। কিছু শর্ত আছে, কিন্তু সেগুলো এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এই প্রকল্পে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে ঘোষণার চারদিন পেরিয়ে গেলেও EPFO এখনও কোনও চূড়ান্ত নিয়ম বা গাইডলাইন প্রকাশ করেনি।

মাসে এক লক্ষ টাকা পর্যন্ত বেতনেও মিলতে পারে ভাতা

নতুন চাকরি পেলে এবং আপনি EPFO-এর আওতায় এলে, তখনই এই ভাতার জন্য যোগ্য হবেন। শর্তসাপেক্ষে যাঁদের মাসে এক লক্ষ টাকার মধ্যে বেতন, তাঁরাও পাবেন এই সুবিধা। পুরো ভাতা দু’টি কিস্তিতে বছরে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। কিন্তু সমস্যা হল—সব কর্মীর বেতন তো একরকম নয়। কে পাবেন, কে পাবেন না—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মালিকপক্ষের জন্যও প্রণোদনা, নির্ভর করছে কর্মীর বেতনের ওপর

এই স্কিমে কোম্পানির মালিকরাও পাবেন উৎসাহ ভাতা (Employer Benefit)। যদি কেউ ১০ হাজার টাকার নিচে বেতন পান, তবে মালিক পাবেন ১ হাজার টাকা প্রতি মাসে। বেতন ২০ হাজার হলে মালিক পাবেন ২ হাজার টাকা। আর ২০ হাজারের বেশি হলে মালিকপক্ষের জন্য বরাদ্দ মাসে ৩ হাজার টাকা পর্যন্ত। উৎপাদন শিল্পের সংস্থাগুলি চার বছরের জন্য ভাতা পাবে, বাকি ক্ষেত্রের জন্য সময়সীমা দুই বছর।

EPFO confused over new employment scheme

আরও পড়ুনঃ ১৮ই জুলাই জয়রামবাটী থেকে ট্রেন চলবে মোদির হাত ধরে! বিষ্ণুপুরবাসীর মুখে হাসি ফেরালেন সৌমিত্র খাঁ

নির্দেশিকা প্রকাশে দেরি, EPFO-র ভেতরে বিভ্রান্তি

ইপিএফও-র (EPFO) আধিকারিকেরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। এই স্কিমে যোগ্যতা যাচাই এবং ভাতা দেওয়ার নিয়ম তৈরি করতেই তাঁরা হিমশিম খাচ্ছেন। শ্রম মন্ত্রকের এক শীর্ষ কর্তা অবশ্য জানিয়েছেন, “আরও এক সপ্তাহ সময় লাগবে, তখন সব পরিষ্কার হয়ে যাবে।”