বাংলা হান্ট ডেস্কঃ ভবিষ্যতের আর্থিক সুরক্ষার অন্যতম ভরসা প্রভিডেন্ট ফান্ড বা পিএফ। সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য এই তহবিল অবসর জীবনে নিরাপত্তা দিলেও, বিশেষ প্রয়োজনে অবসরের আগেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগ রয়েছে। চিকিৎসা, বাড়ি তৈরি কিংবা বিয়ের মতো জরুরি খরচে এই টাকা ব্যবহার করা যায়। এখন বিয়ের মরশুম। সামনে অনেকেরই বিয়ে। এমন পরিস্থিতিতে ধার-দেনা না করে পিএফ থেকে টাকা তুলতে চান অনেকেই। সেই কথা মাথায় রেখেই নিয়ম আরও সহজ করল ইপিএফও (EPFO)।
বিয়ের জন্য পিএফ (EPFO) তোলা এখন আরও সহজ
ইপিএফও-র (EPFO) নিয়মে সাম্প্রতিক পরিবর্তনের ফলে বিয়ের জন্য পিএফ থেকে টাকা তোলা অনেকটাই সহজ হয়েছে। আগে পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের একটি নির্দিষ্ট অংশই তোলা যেত। এখন কর্মচারীরা নিজেদের জমা অর্থের পাশাপাশি সংস্থার তরফে জমা দেওয়া তহবিল থেকেও টাকা তুলতে পারবেন। প্রয়োজনে বিয়ের জন্য একাধিকবারও এই টাকা তোলা যাবে।
কতবার টাকা তোলা যাবে?
আগে নিজের বিয়ে, ভাই-বোন কিংবা সন্তানের বিয়ের জন্য সর্বাধিক তিনবার পিএফ (EPFO) থেকে টাকা তোলার অনুমতি ছিল। নতুন নিয়মে সেই সীমা বাড়িয়ে পাঁচবার করা হয়েছে। ফলে পরিবারের একাধিক বিয়ের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।
টাকা তোলার নিয়ম শিথিল
এর আগে বিয়ের জন্য পিএফ (EPFO) তুলতে হলে কমপক্ষে সাত বছর চাকরি করার শর্ত ছিল। ইপিএফও সেই নিয়মও শিথিল করেছে। এখন মাত্র ১২ মাস, অর্থাৎ এক বছর চাকরি করলেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব।
আর নথির ঝামেলা নেই
আগে বিয়ের কারণ দেখিয়ে পিএফ (EPFO) তুলতে চাইলে বিয়ের কার্ডসহ একাধিক নথি জমা দিতে হত। নতুন নিয়মে সেই বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। এখন শুধু আবেদন করলেই পিএফ থেকে টাকা তোলা যাবে।

আরও পড়ুনঃ চার হাজারের টিকিট, ২০০ টাকার জল! যুবভারতীতে ১০০ কোটির ঘাপলার অভিযোগ, ED তদন্তের দাবি অর্জুন সিং-র
সবচেয়ে বড় পরিবর্তন হল, আগে যেখানে নির্দিষ্ট সীমা পর্যন্তই পিএফ তোলা যেত, এখন নিয়ম শিথিল হওয়ায় গ্রাহকরা চাইলে পিএফ অ্যাকাউন্টে জমা থাকা টাকার ১০০ শতাংশই তুলে নিতে পারবেন। সব মিলিয়ে বিয়ের খরচ নিয়ে চিন্তায় থাকা চাকরিজীবীদের জন্য ইপিএফও-র (EPFO) এই নতুন নিয়ম নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।












