বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগেই ইপিএফও (EPFO) নিয়ে বড় খবর। পেনশন ভোগীদের জন্য আসছে স্বস্তির খবর। বাড়ছে ইপিএফও (EPFO) এর EPS-95 এর প্রকল্পের অধীনের নূন্যতম পেনশন। যেটি এখন ১০০০ টাকা রয়েছে, সেটি বাড়তে পারে ২৫০০ টাকা পর্যন্ত।
আড়াই গুণ বৃদ্ধি! দীপাবলির আগে চওড়া হাসি, ন্যূনতম দাম কত জানুন? (EPFO)
সামনেই দীপাবলি আসছে। পাশাপাশি পেনশনভোগীরা তাঁদের আয়বৃদ্ধির আশায় দিন গুনছেন। কারণ সৌজন্য EPS-95 (Employees’ Pension Scheme 1995)-এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো দাবি রয়েছে, যা বর্তমানে প্রতি মাসে ১,০০০-এ স্থির করা আছে (EPFO)।
আরও পড়ুন: লক্ষ্মী পুজোর আগে আরও বাড়ল না কমল সোনার দাম? ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত জানেন?
যার ফলে এই বর্তমান মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে, এই বৃদ্ধি পেনশনভোগীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি হিসাবে প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি বেঙ্গালুরুতে EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর বৈঠক সম্ভবত অক্টোবর মাসের ১০ থেকে ১১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সভাপতিত্ব করতে পারেন। এই সভায় ন্যূনতম পেনশন বৃদ্ধি, EPF এবং EPS অ্যাকাউন্টগুলির উন্নতি এবং অন্যান্য আর্থিক সংস্কার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, ১,০০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকা! তবে এটি সত্যি কিনা সেই বিষয়ে এখনও সেরকম কিছু জানা যায়নি। কিন্তু বিভিন্ন ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশন ৭০০০ টাকা করার দাবি জানিয়ে আসছে। তাই অনুমান বলছে, সাত হাজার নয়, নতুন ন্যূনতম পেনশন ২৫০০ টাকার কাছাকাছি হতে পারে।