বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের জন্য ভীষণ দরকারী। কারণ বিপদের সময় এই টাকা পয়সা মানুষের জীবনে বড় সম্বল হয়ে দাঁড়ায়। পাশাপাশি অনেক সময় জরুরি অবস্থায় মানুষ পিএফ থেকে টাকা তুলতে চান। কিন্তু পুরো টাকা না পাওয়ায় সমস্যা তৈরি হয়। তবে এই বিষয়ে ইপিএফও (EPFO) স্পষ্ট করেছে যে পিএফ হলে একটি অবসরকালীন সঞ্চয়। তাই উত্তোলনের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি কিছু পরিস্থিতিতে ১০০ শতাংশ পর্যন্ত টাকা তোলার অনুমতি রয়েছে। এবার জেনে নিন এই টাকা তোলার নিয়মগুলি।
পিএফ তুলতে চান? একবারে কত টাকা পাবেন, দেখে নিন নতুন নিয়ম (EPFO)
বাড়ি কেনা, মেরামত বা শিক্ষা অথবা বিয়ের জন্য কত টাকা তোলা যায় এই প্রশ্ন বহু মানুষের মনে থাকে। এবার, যদি আপনি বাড়ি কিনতে চান বা বাড়ি মেরামত করতে চান, তাহলে আপনার পিএফ অ্যাকাউন্টে জমা থাকা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলা যায়। অর্থাৎ, যদি আপনার পিএফ-এ ১ লক্ষ টাকা থাকে, তাহলে ৯০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করা সম্ভব। এছাড়াও পরিবারের কেউ অসুস্থ হলে ইপিএফও (EPFO) থেকে আপনি ১০০% টাকা তুলে নিতে পারবেন। পাশাপাশি বাচ্চা বা ভাই-বোনদের বিয়ে অথবা পড়াশোনার জন্য ৭৫% টাকা তোলা যায়। আর এই নিয়ম সেইসব কর্মীদের জন্য বড় স্বস্তি, যাদের পারিবারিক প্রয়োজন মেটাতে পিএফ টাকার ওপর নির্ভর করতে হয়।

আরও পড়ুন: তারকেশ্বর–আরামবাগ রুটে টানা লোকাল ট্রেন বাতিল, হাওড়া ডিভিশনের প্রকাশিত পূর্ণ লিস্ট
এছাড়াও চাকরির সময় ও বেকার অবস্থায় কত টাকা তোলা যায় সেই নিও বহু প্রশ্ন থেকে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি বর্তমানে চাকরিতে বারো মাস পূর্ণ করে থাকেন, তাহলে পিএফে ৭৫ শতাংশ টাকা আপনি তুলতে পারবেন। অর্থাৎ আপনার একাউন্টে যদি ১ লাখ টাকা থাকে তাহলে আপনি ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।
আর চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি হারানোর ক্ষেত্রে দুমাস বেকার থাকার পর ১০০% টাকা তোলার অনুমতি রয়েছে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কিছু পরিস্থিতিতে মাত্র বারো মাস চাকরি করলে পুরো টাকা তুলে নেওয়া সম্ভব। আগে যেখানে ৫ থেকে ৭ বছরে সার্ভিস বাধ্যতামূলক ছিল।
তাছাড়া অবসর নেওয়ার পর পুরো টাকা কিভাবে তোলা যায় সেই নিয়ম একাধিক প্রশ্ন থেকে থাকে। সেই ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত কর্মী তার সম্পূর্ণ পিএফ এর টাকা তুলে নিতে পারেন। এই ক্ষেত্রে ইপিএফও (EPFO) নতুন আপডেট অনুযায়ী এখন টাকা তোলা প্রক্রিয়া আরও সহজ হয়েছে। পাশাপাশি দীর্ঘ অপেক্ষায় ছাড়াই আপনি পিএফ এর পরিমাণ পাওয়া সম্ভব হচ্ছে।












