বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ফের এক অবিশ্বাস্য রাতের সাক্ষী থাকলো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ভক্তরা। কাল রাতে মাঠে নেমেছিল এসি মিলান রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বুরুশিয়া ডর্টমুন্ড চেলসি জুভেন্টাস পিএসজির মত বড় ক্লাবগুলো। দু-একটি অঘটন বাদে বাকি সমস্ত বড় ক্লাবগুলো জয় পেয়েছে। আর এদের সকলের মধ্যে নজর কেড়ে নিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার এরলিং ব্রুট হাল্যান্ড।
চলতি মরশুমের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসছিলেন স্প্যানিশ কোচ পেপ গুয়ার্দিওলা। জার্মান লিগে নিজের জাত চেনানো হাল্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে সাফল্য পাবেন কিনা সেই নিয়ে অনেকেই কিছুটা সন্দীহান ছিলেন। তাদের সবাইকে দুর্দান্ত জবাব দিয়ে আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে ১০ গোল করে ফেলেছেন নরওয়ের তারকা। কাল চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তাদের তরুণ তারকা জুড বেলিংহ্যাম। উল্টোদিকে নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন হাল্যান্ড।
৮০ মিনিটে তারকা বেলজিয়ান মিডফিল্ডার কেভিন দে ব্রুইনের পাস থেকে গোল করে সিটির হয়ে সমতা ফিরিয়েছিলেন জন স্টোনস। তার ঠিক ৪ মিনিট পর অবিশ্বাস্য গোলে সিটির জয় নিশ্চিত করেন হাল্যান্ড। লেফট-উইং থেকে পর্তুগিজ সাইড ব্যাক জোয়াও ক্যান্সেলোর ভাসানো বল থেকে শুনে ডর্টমুন্ড ডিফেন্ডারদের মাথায় চড়ে কিক করেন হাল্যান্ড। গোলরক্ষকের দাড়িয়ে দাড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। নিজের পুরোনো দলের বিরুদ্ধে গোল করে অবশ্য বেশি উদযাপন করেননি হাল্যান্ড। ২-১ ফলে জয় পায় সিটি। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ খেলে তিনটি গোল করে ফেললেন হাল্যান্ড। নিজের ছোট্ট কেরিযারে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ২১ টি ম্যাচ খেলে ২৬ টি গোল করে ফেলেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার। অনেকেই মনে করছেন যে তিনি ভবিষ্যতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগে করা ১৪০ গোলের রেকর্ড ভেঙে দেবেন।
HAALAND SAVED US TONIGHT WITH ANOTHER GREAT GOAL…
Man City For Life. pic.twitter.com/2QJc7lZyG3— Chrismajorbanks (@chrismajorbanks) September 14, 2022
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচগুলির মধ্যে ৩-১ ফলে মে কাভি হাইফার বিরুদ্ধে জয় পেয়েছে পিএসজি। গোল করেছেন মেসি, নেইমার এমব্বাপে তিনজনেই। জার্মান প্রতিপক্ষ আরবি লেইপজিগের বিরুদ্ধে ২-০ ফলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফ্রেডেরিকো ভালভার্দে এবং স্প্যানিশ তরুণ মার্কো আসেন্সিও। ডায়নামো জাগ্রেবকে ৩-১ ফলে হারিয়েছে ইতালিয়ান লিগ বিজয়ী এসি মিলান।
এসি মিলানের গ্রুপেই আবার একটা অঘটন ঘটেছে। গত সপ্তাহে ডায়নামো সাহেবের কাছে হারার পর এই সপ্তাহে অস্ট্রিয়ান ক্লাব সলজবার্গের কাছে ফের আটকে গেল চেলসি। অপরদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে ২-১ ফলে হেরেছে জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুবছর হলো ক্লাব ছেড়েছেন। তারপর থেকে যেন একেবারেই টালমাটাল অবস্থা ইতালিয়ান ক্লাব। গত সপ্তাহে পিএসসির কাছে হারার পর এই সপ্তাহের বেনফিকার কাছে হার তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্যায়ে পৌঁছনোর ব্যাপারে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।