মাত্র ১৮ বছর বয়সেই… বাবা ধর্মেন্দ্রর বিরুদ্ধে বিষ্ফোরক মেয়ে এষা

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতাদের মধ্যে একজন ধর্মেন্দ্র (Dharmendra)। ইন্ডাস্ট্রির সুপুরুষ নায়ক ধর্মেন্দ্র (Dharmendra) এক সময় ছিলেন বহু নারীর স্বপ্নের পুরুষ। পর্দায় তাঁর একাধারে রোম্যান্টিক এবং অ্যাকশন হিরোর ইমেজ অনেকের মনেই অনুরাগের সঞ্চার ঘটাত। কিন্তু ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)? পর্দার থেকে বাস্তবে কতটা আলাদা ছিল তাঁর স্বভাব চরিত্র? ধর্মেন্দ্রকে (Dharmendra) নিয়ে এবার মুখ খুললেন তাঁর বড় মেয়ে এষা দেওল (Esha Deol)।

ধর্মেন্দ্রকে (Dharmendra) নিয়ে স্পষ্ট মন্তব্য এষার

হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর (Dharmendra) দ্বিতীয় বিয়ের পর বড় মেয়ে এষার জন্ম হয়। বাবা ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা। মা-ও অর্জন করেছেন ‘ড্রিম গার্ল’ তকমা। তাঁদের মেয়ে হয়ে এষাও যে অভিনয় জগতেই আসবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তাঁর ক্ষেত্রে এমনটা হয়নি। বেঁকে বসেছিলেন বাবা ধর্মেন্দ্রই (Dharmendra)। অনেক ছোট বয়সেই একাধিক বিধিনিষেধ চাপানো হয়েছিল তাঁর উপরে।

আরো পড়ুন : ‘বাঙালি হিসেবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়’, শহরের দুরবস্থার কারণ নিয়ে বিষ্ফোরক অভিজিৎ

ধর্মেন্দ্রর সত্যিটা ফাঁস করেন এষা

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেন, তাঁর বাবা ধর্মেন্দ্র (Dharmendra) অত্যন্ত প্রাচীনপন্থী। তিনি কোনোদিন চাননি মেয়ে অভিনয় জগতে আসুক। শুধু তাই নয়। ধর্মেন্দ্র (Dharmendra) নাকি চেয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সেই এষাকে বিয়ে দিয়ে দিতেও চেয়েছিলেন তিনি। অবশ্য এর জন্য বাবাকে দোষ দেন না এষা। তাঁর কথায়, ধর্মেন্দ্র (Dharmendra) একজন পঞ্জাবি বাবা। তিনি যে জায়গা থেকে এসেছেন, সেখানে সব মেয়েরাই এমন ভাবে বড় হয়ে ওঠেন। কিন্তু এষার ছোটবেলা তো এমন ভাবে কাটেনি।

আরো পড়ুন : বিয়ে করেই বেপাত্তা, আরজিকর কাণ্ডে প্রতিবাদে টেলিপাড়া, আদৃত-কৌশাম্বী কোথায়?

এষার স্বপ্ন ছিল মায়ের দেখাদেখি অভিনয় জগতে আসার। শেষমেষ তেমনটাই করেছিলেন তিনি। ধর্মেন্দ্র (Dharmendra) সহ পরিবারের সকলকে রাজি করিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। তবে বাধাও কম আসেনি। এষা জানান, তাঁর বাড়িতে শর্ট স্কার্ট স্প্যাগেটি টপ পরায় নিষেধাজ্ঞা ছিল। দেরি করে বাড়ি ফেরা যেত না। তবুও মিথ্যে কথা বলে দেরি করে কাজ করতেন এষা।

Dharmendra

‘মেরে দিল সে পুছে’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন এষা। তবে তাঁর কেরিয়ারের অন্যতম বড় ব্রেক ছিল ‘ধুম’। এক সময় চুটিয়ে অভিনয় করলেও দীর্ঘদিন হয়ে গেল বলিউড থেকে দূরত্ব বেড়েছে এষার। সম্প্রতি বিবাহ বিচ্ছেদও হয়েছে ধর্মেন্দ্র কন্যার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর