আর মাত্র কটা মাস! এক্কেবারে চেনা যাবে না Esplanade! ভেঙে দেওয়া হবে এই জনপ্রিয় মার্কেট

Published On:
  1. বাংলাহান্ট ডেস্ক : এবার ‘পথচিত্র’ বদলে যেতে চলেছে এসপ্ল্যানেড (Esplanade) চত্বরের। ধর্মতলার অত্যন্ত পরিচিত বিধান মার্কেট (Bidhan Market) ভেঙে দেওয়া হবে আগামী ৮ মাসের মধ্যে। কলকাতার  ‘স্পোর্টস গুডস’–এর এই হাবের নয়া ঠিকানা হবে  ‘কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক অ্যান্ড রাইডিং স্কুল’–এর মাঠ।

এসপ্ল্যানেডের (Esplanade) ভোল বদল

এই মাঠে ইস্পাতের কাঠামো দিয়ে তৈরি করা হবে স্টলগুলি। বিধান মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে এই মাঠেই পুনর্বাসন দেওয়া হবে। তারপর ভাঙার কাজ শুরু হবে বিধান মার্কেটে। কলকাতা মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা–বিবাদী বাগ লাইনের এসপ্ল্যানেড স্টেশন তৈরির উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিল সরকার (State Government)।

Esplanade

প্রথমে ভাবনাচিন্তা করা হয়েছিল বিধান মার্কেটের দোকানগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে কার্জন পার্কে। তবে ভারতীয় সেনাবাহিনীর অনুমতি না মেলায় সেটি বাতিল হয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রক বিধান মার্কেটকে ‘বেআইনি নির্মাণ’ হিসেবে উল্লেখ করে। তাই তারা জানায় ময়দান চত্বরে স্থায়ী ঠিকানা দেওয়া সম্ভব নয় মার্কেটের ব্যবসায়ীদের।

আরোও অনেক : দিঘায় জগন্নাথ মন্দিরের ২ কিমির মধ্যে মসজিদ তৈরি হোক! উঠল দাবি, শোরগোল শুরু

তারপর পার্পল লাইনের নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) কলকাতা মাউন্টেড পুলিশের মাঠে অস্থায়ী ইস্পাতের কাঠামো তৈরির সিদ্ধান্ত নেয়। ১৯ কোটি টাকা খরচ করে আগামী ৮ মাসের মধ্যে তৈরি করা হবে এই কাঠামো। বর্তমানে যেখানে বিধান মার্কেট রয়েছে সেখানে নির্মিত হতে চলেছে ৩০০ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত এসপ্ল্যানেড স্টেশন।

এসপ্ল্যানেড (Esplanade) স্টেশন তৈরির কাজ শেষ হলে তার উপরে নতুন করে তৈরি করা হবে বিধান মার্কেট। সেখানে আবার ব্যবসায়ীরা নিজেদের দোকান সাজিয়ে বেচাকেনা করতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway) জানিয়েছে, এই কাজ শেষ হতে অন্তত ৩ বছর সময় লাগবে। এই ৩ বছর বিধান মার্কেট চলবে কলকাতা মাউন্টেড পুলিশের মাঠে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X