বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের পরবর্তী পরিস্থিতিতে সমগ্র বিশ্ব এখন চীন (China) বিরোধী। চীনের হুয়ায়েই ( Huawei) কোম্পানির 5g টেকনোলজি ব্যবহার রোধ করে এবার নিজেদের তৈরি D10 গ্রুপ-র মধ্যেই ব্যবসা সীমাবদ্ধ রাখতে চাইছে ইউরোপীয়ান দেশগুলো। সেই কারণে চীনকে ব্যতিরেখে এবার বিশ্বের ১০ টি দেশ একত্রিত হয়ে তৈরি করতে চলেছে বিশ্বের সবথেকে বড় সংগঠন। স্থান পাচ্ছে ভারত।
হুয়ায়েই কোম্পানি চীনের কমিউনিস্ট সরকারের হয়ে গুপ্তচররে কাজ করে, এমনটাও অভিযোগ উঠেছে। তাই ওই কোম্পানির 5g টেকনোলজি ব্যবহারের বিরুদ্ধে গিয়ে ব্রিটেন সরকার চাইছে নিজ সংগঠনের মধ্যেই গঠিত টেকনোলজি তৈরি করে তা সীমাবদ্ধ রাখতে। চীনের কোন রূপ হস্তক্ষেপ আর চাইছে না তারা।
D10 Group
ইউরোপীয় দেশগুলো থেকে আমেরিকাকে একটি শক্তিশালী দেশের সংগঠন তৈরি করেত বলা হয়েছিল। আমেরিকা এবং ব্রিটেন মিলিতভাবে এই তালিকা প্রস্তুত করেছে। এই সংগঠন সম্পূর্ণরূপে লোকতান্ত্রিক দেশ হওয়ায় পুরোপুরি চীন বিরোধী।
এশিয়া থেকে থাকছে শুধু ভারত
শক্তিশালী ইউরোপীয় দেশের দ্বারা গঠিত এই সংগঠনে এশিয়া থেকে শুধুমাত্র ভারত থাকছে। এইসমস্ত দেশ তাঁদের ব্যবসা বাণিজ্য চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে গিয়ে ভারতের কাছাকাছি আসতে চাইছে। এইভাবে তারা ভারতের বন্ধু দেশে পরিণত হতে চাইছে।
লাভবান হতে পারে ভারত
ইউরোপীয় দেশগুলোতে, বিভিন্ন বিধি নিষেধের কারণে ম্যানুফেকচারিং পদ্ধতি একদমই সহজ বিষয় নয় এবং তাঁর উপর শ্রমিকদের পারিশ্রমিক অনেক বেশি পরিমাণেও দিতে হয়। কিন্তু ভারতে এই অসুবিধাগুলো না থাকার দরুণ তারা ভারতের সঙ্গে ব্যবসা করতে উৎসাহী হচ্ছে। এই ১০ গণতান্ত্রিক দেশ অর্থাৎ ‘D10 গ্রুপ’ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের কাজ বেশি পরিমাণে জারী রাখতে চাইছে। যে কারণে ভারতের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে।
ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী টেকনোলোজি আদানপ্রদানের মধ্যে এই সমস্ত দেশ মধ্যস্থ কোম্পানীরা নিজেদের মধ্যে মিলিতভাবে টেকনোলজি এবং বিভিন্ন জিনিসের আদানপ্রদান করবে। যার ফলে বেশি পরিমাণে উচ্চমানের দ্রব্য প্রস্তুত করে, সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। এবং এই সমস্ত দেশ ভারতকে বিশ্বাসের নজরেও দেখবে।
গঠিত হবে বছরের শেষে
বিশ্বের টপ ১০ দেশের মধ্যে ভারত চলে আসায়, আশে পাশের দেশের কাছে ভারতের মান আরও উন্নত হয়ে যাবে। যার ফলে চীন অনেক ক্ষতিগ্রস্থ হবে। বর্তমান এই সংগঠনে ভারতের প্রবেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বছরের শেষের দিকে G7 দেশের সংগঠনের থেকেও শক্তিশালী এই সংগঠন গঠিত হওয়ার লক্ষে অবতীর্ণ রয়েছে।