বাংলা হান্ট ডেস্ক : কোনরকম টুকলি ছাড়াই ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য তাদের গায়ে হাত দিয়ে এমনকি পোশাকের ভেতরেও চেক করা হয়ে থাকে। যা নিয়ে অনেক ছাত্র-ছাত্রীরাই অভিযোগ জানিয়েছেন বহুবার। বিষয়টি ঠিক নাকি ভুল তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। এরইমধ্যে পরীক্ষার আগে চেকিং নিয়ে অত্যন্ত ঘৃণ্য এক ঘটনার (Eve teasing) সাক্ষী থাকলো উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়।
গাইঘাটায় অন্তর্বাস খুলিয়ে চেকিং-এর নামে চলল শ্লীলতাহানি (Eve teasing)
আরজিকরের তরুণী হত্যার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এবার মহিলা পরীক্ষার্থীদের চেকিং-এর নামে শ্লীলতাহানি (Eve teasing) করার অভিযোগ উঠল। আসলে গাইঘাটার এই স্কুলেই পরীক্ষা চলছিল চারটি কলেজের D.El.Ed-র পার্ট ওয়ানের। কিন্তু সেই পরীক্ষার শুরু হওয়ার আগেই চেকিং এর সময় শুরু হয় প্রচন্ড কড়াকড়ি। মহিলা পরীক্ষার্থীদের অভিযোগ তাঁরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তাদের অন্তর্বাস খুলিয়ে চেকিং করা হয়েছে।
শুধু অন্তর্বাস খোলাই নয়, টর্চের আলো ফেলেও দেখা হয়েছে কোন টুকলির জিনিস আছে কিনা। সোমবার এইভাবে চেকিং করায় অভিযোগ জানানো হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে। কিন্তু মঙ্গলবার আবার সেই একই ঘটনা ঘটে। তারপরেই স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। জানা যায়, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সেন্টার ইনচার্জ এর কাছেও শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা।
এদিন ওই স্কুলে যে চেকিংয়ের নামে চলছিল চরম নোংরামি (Eve teasing) তা স্পষ্ট এক পরীক্ষার্থীর দাবিতে।অভিযোগ ঐদিন যাদের অন্তর্বাস খুলিয়ে চেকিং করা হচ্ছিল তাদের মধ্যে একজনের নাকি ঋতুস্রাব হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তার অন্তর্বাস খুলিয়ে টর্চ জ্বেলে চেকিং করা হয়। আর তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে পরীক্ষার্থীদের। ক্ষোভে ফেটে পড়েন সকলে।
আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে Disney Plus Hotstar! মুকেশ আম্বানির বুদ্ধিতে এবার বাজার কাঁপাবে Jio Cinema
ক্ষুব্ধ এক পরীক্ষার্থী এ বিষয়ে টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, ‘এক পরীক্ষার্থীর ঋতুস্রাব হয়েছে। তারপরও এমনভাবে তল্লাশি চালানো হয়। বিষয়টি জানানোর পর স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, এটা আর হবে না। তারপরও এদিন অন্তর্বাস খুলে টর্চের আলো জ্বেলে দেখা হয়।’ এদিন পরক্ষার্থীদের চেকিং-এর নাম এমন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরাও।
তবে অভিযোগ খতিয়ে দেখার ব্যাপারে আশ্বাস দিলেও স্কুলের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস এদিন স্কুলের দায় এড়িয়ে স্পষ্ট জানিয়েছেন,’পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব প্রাথমিক শিক্ষা সংসদের। তারা সেই দায়িত্ব দিয়েছে এর প্রাইভেট এজেন্সিকে। এই আবহে এই চেকিংয়ের ক্ষেত্রে আমাদের কোনও বিষয় নয়।’