বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন বলিউড জগতে ব্যাপক রাজত্ব করেছেন অভিনেত্রী মুমতাজ (Mumtaz) । সে যুগের সুপারহিট অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই নাম ছিল তাঁর। মাত্র ১১ বছর বয়সে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। সে সময় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল এই অভিনেত্রীর। রাজেশ খান্না, ধর্মেন্দ্র, শশী কাপুর সহ বলিউডের একাধিক তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। মন জিতে নিয়েছেন দর্শকদের।
অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ দর্শক মহল। এমন কি ইন্ডাস্ট্রির এমন বহু তারকা ছিলেন যারা মুমতাজে মোহিত থাকতেন। যদিও ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি এই অভিনেত্রী। বরং জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছিলেন উগান্ডার ব্যবসায়ী ময়ূর মাধুবানিকে। ১৯৭৪ সালে এক হয় চার হাত। তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে একজন নাতাশা এবং অন্যজন তানিয়া।
সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডলে ১৩’- র মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানেই একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়,’৭৫ বছর বয়সে এসেও কিভাবে সৌন্দর্য ধরে রেখেছেন তিনি’? জবাবে অভিনেত্রী জানান,’একটা সময় আমার এক সহকর্মী আমাকে বলেছিলেন চুল এবং শরীর ভীষণ যত্ন করতে হবে। তাঁর পরামর্শ মতই আমি নিজের খেয়াল রাখি’।
অভিনেত্রীর কথায়,’আমার সহকর্মী আমাকে বলেছিলেন বয়স কেবল মাত্র একটা সংখ্যা। অতিরিক্ত বয়সেও জীবনে থাকতে পারে পুরুষ বন্ধু। আমার সেই সহকর্মীর কথা শুনেই আমি চলার চেষ্টা করছি’। এমনকি অভিনেত্রী অক্ষয় কুমারের কথা শুনে চলেন বলেও দাবি করেন। তাঁর কথায়, ‘আমি সন্ধ্যা ছটার পর কিছুই খাই না’।
ত্বক কিভাবে ভালো রেখেছেন অভিনেত্রী এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,’আমি ত্বকের যত্ন নিতে মাঝেমধ্যে ফিলারের সাহায্য নিতে কিন্তু কখনই বোটক্স করাই না। বোটক্স করতে গেলে আমার মনে হয় কেউ আমার দু গালে বীজ পুঁতে দিয়েছে’।