‘১০ এপ্রিল’-র সঙ্গে বিশেষ সংযোগ পাকিস্তানের, ইমরানের পতন ছাড়াও এই বড় ঘটনাগুলো লিপিবদ্ধ ইতিহাসে

বাংলা হান্ট ডেস্ক: ১০ এপ্রিল পাকিস্তানের (Pakistan) ইতিহাসে একটি বিশেষ দিন। এই দিনে পাকিস্তানে সংবিধান কার্যকর হয়। এছাড়াও সেখানকার রাজনীতিতেও উল্লেখযোগ্যভাবে এই দিনটিতেই এসেছে বড় ধরনের পরিবর্তন। সম্প্রতি ইমরান খান (Imra Khan) সরকারের বিদায়ের ঘটনাও এই দিনটিতেই সংগঠিত হয়েছে । এছাড়াও, এই নির্দিষ্ট দিনে পাকিস্তানে ঠিক কি কি বড় পরিবর্তন হয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক।

এই দিনে সংবিধান কার্যকর হয়:
১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে ভারত ভাগের মাধ্যমে পাকিস্তান গঠিত হয়। তৎকালীন ব্রিটিশ লর্ড মাউন্টব্যাটেন ১৪ আগস্ট পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেন। তাই পাকিস্তানে স্বাধীনতার উদযাপন ১৪ আগস্ট পালিত হয়। এদিকে, পাকিস্তানে দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর জুলফিকার আলী ভুট্টো একজন গণতান্ত্রিক নেতা হিসেবে আবির্ভূত হন।

১৯৭৩ সালে, তিনি প্রথমবারের মতো পাকিস্তানে সংবিধান কার্যকর করেন। পাকিস্তানের সংবিধানকে আইন-ই-পাকিস্তান এবং দস্তুর-ই-পাকিস্তান বলা হয়। এই সংবিধান ১৯৭৩ সালের ১০ এপ্রিল গণপরিষদ দ্বারা পাস হয় এবং ওই বছরেরই ১৪ আগস্ট কার্যকর হয়। জুলফিকার আলী ভুট্টোর সরকার ও বিরোধী দল যৌথভাবে এর খসড়া তৈরি করে।

বেনজির পাকিস্তানে ফিরে আসেন:
ধর্মের নামে বিভক্ত পাকিস্তানে, যেখানে আরও একজন নারী এখনও অধিকারের জন্য লড়াই করছেন, সেখানে বেনজির ভুট্টো ছিলেন সেদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি কেবল পাকিস্তানের একাদশতম প্রধানমন্ত্রীই হননি, পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে তিনি কোনো মুসলিম দেশের নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৭ সালে অক্সফোর্ড থেকে স্নাতক হওয়ার পর, বেনজির ফরেন সার্ভিসে যেতে চেয়েছিলেন। এদিকে, তখন তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। শুধু তাই নয়, ভুট্টো পরিবারকে গৃহবন্দীও করা হয়। স্বাভাবিকভাবেই তখন তাঁদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে হয় এবং ব্রিটেনে নির্বাসনে যেতে হয়েছিল তাঁদের। যদিও, এর পরবর্তী ৭ বছরে বেনজির ভুট্টো পাকিস্তানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ১৯৮৬ সালের ১০ এপ্রিল তিনি নির্বাসন থেকে ফিরে আসেন এবং ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হন।

imran khan 1 2

এই বছর ইমরানের বিদায়:
পূর্ববর্তী বছরের রেশ বজায় রেখেই চলতি বছরেও ১০ এপ্রিলের দিনটি পাকিস্তানের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। কারণ এই দিনেই পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়েছে। ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শনিবার গভীর রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে বেশ কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত হয়। যার সমর্থনে ১৭৪ টি ভোট পড়ে। তারপরেই স্বাভাবিকভাবে ইমরান খানের হাত থেকে পাকিস্তানের ক্ষমতা চলে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর