কোনো বোলার ছক্কা খেলেও তাকে হাততালি মেরে সাহস জোগায় ধোনি!

বাংলাহান্ট ডেস্কঃ প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মুগ্ধ শ্রীলঙ্কার প্রাপ্তন স্পিনার মুরলিধরন। মুরলিধরন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বেশ কয়েকটি মরশুম খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে এমন মন্তব্য করলেন মুরলিধরন। তাঁর মতে কোন বোলার যদি ভালো বোলিং করার পরেও ছক্কা খান তাহলে উইকেটের পেছনে দাঁড়িয়ে হাততালি দেন ধোনি, সব সময় সেই বোলারকে সাহস যোগান তিনি।

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে লাইভ আড্ডায় যোগদান করেছিলেন ধোনি। সেই সময় তিনি ধোনির ব্যাপারে মন্তব্য করেন। মুরলি বলেন, একজন তরুণ অধিনায়ক হিসাবে অধিনায়কত্বের কেরিয়ার শুরু করেছিলেন ধোনি। খুব কম বয়সে অধিনায়ক হিসাবে 2007 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন ধোনি এবং ধোনির নেতৃত্বে সেই বিশ্বকাপ জিতে যায় ভারত। ধোনির অধিনায়কত্ব পদ্ধতি অসাধারণ এবং খুব কার্যকরী।

818580050ab6bc2aaca99fdedcede39574b937f4c33da80e1d2c5b6b870598bcc4944e4b

মুরলি আরও বলেন, ধোনি খুবই ভালো একজন অধিনায়ক, ও সব সময় বোলারদের সমর্থন করেন। বোলারকে নিজের মতো করে ফিল্ডিং সাজানোর স্বাধীনতা দেয়। এছাড়াও যদি কোন বোলার ভালো বল করেও ছক্কা খান তাহলে ধোনি হাততালি মেরে তাকে সাহস যোগায়। এছাড়াও যদি কোন বোলারকে কিছু বলার থাকে তাহলে ধোনি সেই বোলারকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে বলেন, সকলের সামনে কিছু বলেন না। আর এই সকল গুন থাকার জন্যই ধোনি একজন সফল অধিনায়ক হতে পেরেছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর