কোহলি সমর্থন করলেও নির্বাচকরা ২০১৯ বিশ্বকাপে আমাকে দলে চাননি সেটা জানতাম, যুবরাজ সিং।

বাংলাহান্ট ডেস্কঃ 2019 বিশ্বকাপে তার প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলির সমর্থন থাকলেও নির্বাচকরা চান নি যে 2019 বিশ্বকাপে খেলুক যুবরাজ সিং। আর সেই কথা নাকি আগেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছিলেন যুবিকে। এমনটাই জানালেন 2011 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা যুবরাজ সিং।

গতবছর ভালো পারফরম্যান্স করার সত্ত্বেও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন যুবরাজ সিং। যুবরাজ সিং শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2017 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি যুবি।

IMG 20200805 132929

এই প্রসঙ্গে প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার বলেছেন, বিরাট কোহলি আমাকে খুবই সমর্থন করেছিল। বিরাট কোহলি সাপোর্ট ছাড়া জাতীয় দলে কামব্যাক করা আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু 2019 বিশ্বকাপের আগে বিরাট কোহলি আমার সামনে জাতীয় দলের চিত্রটা পরিষ্কার করে দেন। বিরাট আমাকে জানিয়েছিলেন যে, আমার পক্ষে যা যা করা সম্ভব আমি করেছি কিন্তু নির্বাচকরা কোন ভাবেই আমাকে আর জাতীয় দলে চাইছেন না।


Udayan Biswas

সম্পর্কিত খবর