বাংলা হান্ট ডেস্ক: রোদ-বৃষ্টির খেলা। দুদিন থেকে রাজ্যের সেম বৃষ্টির দেখা নেই। রবিবার সকাল থেকে পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। উত্তরের কিছু জেলায় অবশ্য সামান্য বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। যদিও পুজোর শপিং এ ব্যস্ত বাঙালি। আবহাওয়া অফিস জানাচ্ছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। একটু পরেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর-দক্ষিণের একাধিক জেলা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর বৃষ্টির সম্ভবনা রয়েছে এই সব জেলায়।
তবে আজ কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের পর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে সরে গিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করলেও আগামী কিছু ঘণ্টায় ক্রমশ শক্তি ক্ষয় নিম্নচাপটি ক্রমশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে।
আরও পড়ুন: প্যালেস্টাইনে ধ্বংস মসজিদ, নিহত ৫০০-র বেশি! ইজরায়েলের মহিলার নগ্ন দেহ নিয়ে উল্লাস জেহাদিদের
আজ রবিবার ছুটির দিনের সন্ধ্যাতে রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আপাতত সামান্য তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়,দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে। বাড়বে তাপমাত্রা।