ক্যাটরিনাকে ভয় পেতেন ইন্ডাস্ট্রির সকলেই! নেপথ্যের কারণ জানলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : বলি (Bollywood) দুনিয়ায় লম্বা একটা সময় কাটিয়ে ফেলছেন সলমান খান (Salman Khan)। আজও তাঁর রাজত্ব চলছে বিটাউনে। জীবনের ৫৭ তা বছর পার করে ফেলেছেন তিনি। যদিও তাঁকে দেখে মোটেই বোঝার উপায় নেই তাঁর বয়স কত। আজও চির তরুণ তিনি। তবে বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জুড়েছে তাঁর। আর সেই তালিকায় রয়েছেন ক্যাটরিনা ক্যাফ (Katrina Kaif)।

একটা সময় সলমান খানের হাত ধরেই বলি দুনিয়ায় পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফ। এমনকি বেশ কিছু বছর সম্পর্কের ছিলেন তাঁরা। তবে হঠাৎ করেই ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। যদিও কেন তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন সেই রহস্য আজ রহস্যই রয়ে গেছে। তবে সম্পর্কে থাকা কালীন তিনি যথেষ্ট সন্মান করতেন বলিউড ভাইজানকে।

Salman-Katrina

আর সল্লু ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই ক্যাটরিনাকে ভয় পেতেন অনেকেই। সকলের মনে হত, তাঁকে কিছু বললেই তিনি হয়ত ভাইজানকে অভিযোগ করবেন। সম্প্রতি এমনই একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে বলা হয়েছে, ‘সলমান-ক্যাটরিনা একে অপরকে মন দিয়ে ভালোবাসলেও সকলকে ভয় দেখানোর জন্য ভাইজানকে ব্যবহার করেন ক্যাট। তাঁকে কিছু বললেই সে কান্নাকাটি শুরু করে দেয় এবং সলমানকে ফোন করে দেন’।

Katrina-Salman

যদিও সলমান-ক্যাটরিনার সম্পর্কে কেন ভাঙ্গন ধরেছিল তা আজ অজানা। তবে বলি পাড়ায় কান পাতলে শোনা যায়, একটা সময় নাকি অভিনেত্রীকে নিজের ইচ্ছে মত চালাতে চেয়েছিলেন সলমান। যা মোটেই পছন্দ করতে পারেননি তিনি। আর সে কারণেই বেছে নিয়েছিলেন আলাদা হওয়ার রাস্তা।

Mumbai Mirror from year 2007: “We are scared of Katrina, she calls up Salman bhai to complain about us”; says costume designers, spotboys and makeup artists of her films.
by u/BerniceWong1 in BollyBlindsNGossip

তবে এখন এ সব অতীত। খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে এই তারকা জুটিকে। চলতি বছরের দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছি ‘টাইগার ৩’। শোনা যাচ্ছে, এই ছবিতে অ্যাকশন দৃশ্যে ধরা দেবেন ক্যাটরিনা। সবচেয়ে বড় চমক হল, ‘টাইগার ৩’ তে ক্যামিও চরিত্রে উপস্থিত থাকবেন ‘পাঠান’। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আনন্দে রয়েছে দুই সুপারস্টারের ভক্তরা।

additiya

সম্পর্কিত খবর