অবাক কান্ড! ছাগলের পেট থেকে কি জন্ম নিল মানবশিশু? দুই পা, কান ও মুখ দেখে সকলেই হতবাক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনই বিশ্বজুড়ে এমন কিছু চমক ঘটে থাকে যাকে বিশ্লেষণ করা খুব একটা সহজ নয়। ঠিক সেইরকমই এক ঘটনা ঘটেছে আসামে। সেখানে একটি ছাগল জন্ম দিয়েছে মানুষের মতো দেখতে একটি শিশুকে। অদ্ভুত এই ঘটনায় স্বভাবতই অবাক হয়েছেন সকলে। পাশাপাশি, চাঞ্চল্যও ছড়িয়েছে সমগ্র এলাকায়।

ঘটনাটি ঘটেছে অসমের চাচর জেলার গঙ্গাপুর গ্রামে। জন্ম নেওয়ার পর দেখা গিয়েছে ছাগশিশুটির চোখ-নাক-মুখ অনেকটাই মানবশিশুর মতো দেখতে। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই বিপুল সংখ্যক মানুষ দেখতে আসেন ঘটনাটি। একটি পোষা ছাগল কিভাবে মানুষের মতো দেখতে সন্তান ধারণ করতে পারে তা কিছুতেই ভেবে পাচ্ছেন না কেউই!

এই প্রসঙ্গে ছাগলটির মালিক জানিয়েছেন যে, “গত সোমবার ওই ছাগলটি মানুষের মতো দেখতে একটি বাচ্চা প্রসব করে। ওই বাচ্চাটির মানুষের মতো সব বৈশিষ্ট্য ছিল। পাশাপাশি, তার চোখ-নাক এবং মুখও ছিল মানুষের মতো।” তবে, ছাগশিশুটি এই অবস্থায় জন্মালেও কিছু সময় পরেই মৃত্যু হয় তার। আবার, কোনো কোনো সংবাদমাধ্যম দাবি করছে যে, মৃত অবস্থাতেই জন্মগ্রহণ করে ছাগশিশুটি। শেষে গ্রামবাসীরাই অদ্ভুত দেখতে ওই শিশুটির শেষকৃত্য সম্পন্ন করেন।

 

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X