বিশাল ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলের, ৪৯ রানে আউট হল ৭ ব্যাটসম্যান! পাল্টা দিলেন ভারতীয় পেসাররাও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়নে খেলা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় ব্যাটিং অসহায় আত্মসমর্পণ করলো প্রোটিয়া পেসারদের সামনে। প্রথম দিনে লোকেশ রাহুল এবং অজিঙ্কা রাহানের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে ভারতীয় দল যখন তৃতীয় দিনে ব্যাট করতে এসেছিল, তখন বড় স্কোরের আশায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু রাবাদা এবং লুঙ্গির ফাস্ট বোলিংয়ের কাছে নতি স্বীকার করে অবশিষ্ট ব্যাটিং লাইন আপ। ২৭২ থেকে ৩২৭ অবধি পৌঁছতে গিয়েই অলআউট হয়ে যায় ভারত।

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আজ কতটা অসহায় ছিল তা অনুমান করা যায় একটি পরিসংখ্যান দেখেই। ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ৯৩.৬ ওভারে আর নবম উইকেটটি পড়েছিল ১০০.৫ ওভারে। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি নেন ৬ উইকেট এবং কাগিসো রাবাদাও প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ঝুলিতে পুরেছেন ৩ টি উইকেট।

team india 2

মনে করা হচ্ছে এর জন্য ভারতীয় ব্যাটারদেরও খুব বেশি দোষ নেই। সেঞ্চুরিয়ানের পিচ কাল বৃষ্টির কারণে গোটা দিন ঢাকা ছিল। আজ রোদ পড়তেই তা ফের সজীবতা ফিরে পেয়েছে। প্রথম দিন নির্বিষ দেখানো পিচ থেকে আজ সহজেই অতিরিক্ত বাউন্স আদায় করে নিয়েছেন দুই দক্ষিণ আফ্রিকান পেসার।

অপরদিকে ভারতীয় দলের বোলাররাও পিছিয়ে নেই। তারাও এই পরিবর্তিত পরিস্থিতির সম্পূর্ন ফায়দা তুলে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রতিবেদনটি লেখার সময়ই চার উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ফিরে গিয়েছেন ডিন এলগার, এইডন মার্কারম, কিগান পিটারসেন এবং হেনরিখ ভ্যান ডার ডুসেন। ২ টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একটি করে উইকেট সিরাজ এবং বুমরার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর