ট্রেন না বিলাসবহুল হোটেল ধরতে পারবেন না! বন্দে ভারত স্লিপারের ফার্স্ট লুক দেখেই অবাক সকলে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রেলের (Indian Railways) পরিষেবাকে আরও গতিশীল করে তুলতে এবং যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে বন্দে ভারতের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক এবং সেমি-হাই স্পিড ট্রেনের সফর শুরু হয়েছে। যেটি যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। ঠিক সেই আবহেই এবার সামনে এল বন্দে ভারতের স্লিপার ভার্সানের ফার্স্ট লুক।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেল মন্ত্রক আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে বন্দে ভারত ট্রেনের স্লিপার ভার্সান সামনে আনবে। এই ট্রেনের লুক এবং ডিজাইন সবই নির্ধারণ করা হয়ে গেছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই ট্রেনের অন্দরমহলের ছবিও সামনে এসেছে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতেও শুরু করেছে।

https://twitter.com/IndianTechGuide/status/1708463101560189350?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1708463101560189350%7Ctwgr%5E8e520eee7b569f8c2ab50be013711a85490ed2f0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Findia%2Fnational%2Ffirst-look-of-sleeper-version-of-vande-bharat-train-revealed-pictures-went-viral-on-social-media-2023-10-02-992000

কেমন হবে বন্দে ভারতের স্লিপার ট্রেন: সম্প্রতি, বন্দে ভারত ট্রেনের স্লিপার ভার্সানের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে একটি বিলাসবহুল হোটেলের মতো দেখাচ্ছে।

আরও পড়ুন: পুরোপুরি নয়, মাত্র এতদিনের জন্য ভারতে আসছে শিবাজী মহারাজের “বাঘনখ”! তারপরেই ফেরত নেবে ব্রিটেন

এমতাবস্থায়, কিছু বিশেষজ্ঞের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে, বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে ৮৫৭ টি বার্থ থাকবে। যার মধ্যে ৩৪ টি কর্মীদের জন্য থাকতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চেন্নাই থেকে ২০২৪ সালের মার্চ মাসে আসতে পারে।

আরও পড়ুন: হাওড়া থেকে শিয়ালদহ, AI-এর দৌলতে নতুন চেহারা পেল রাজ্যের একাধিক স্টেশন, দেখলেই উড়ে যাবে হুঁশ

ICF তৈরি করবে এই ট্রেন: উল্লেখ্য যে, এখনও পর্যন্ত, দেশে শুধুমাত্র হাই স্পিড বন্দে ভারত ট্রেন চলছে। যেগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা তৈরি হয়েছে। তবে, এখন শীঘ্রই দেশে বন্দে ভারত স্লিপার ট্রেনের কার্যক্রমও শুরু হবে। এদিকে, এই ট্রেনগুলিও ICF দ্বারা তৈরি হবে। মূলত, দেশের রেল যাত্রীদের আরও ভালো সুযোগ-সুবিধা প্রদান করতে রাশিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ভারতীয় রেল। যারা এখন একসঙ্গে ১২০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করার কাজ করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর