বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এবার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলেছে বিমা মার্কেটপ্লেস পলিসিবাজার এবং ক্রেডিট প্ল্যাটফর্ম পয়সাবাজারের পেরেন্ট কোম্পানি পিবি ফিনটেক লিমিটেড। বুধবার কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) চমৎকার ফলাফল প্রকাশ করেছে। ওই কোম্পানির নিট প্রফিট ১৬৫ শতাংশ বেড়ে ১৩৫ কোটি টাকা হয়েছে। যা গত বছর একই সময়ে ৫১ কোটি টাকা ছিল।
শেয়ার বাজারে Share Market) নজর থাকবে এই কোম্পানির স্টক:
এই শক্তিশালী ফলাফলগুলি বিমা ব্যবসায়ের শক্তিশালী বৃদ্ধি এবং উন্নত অপারেটিং মার্জিনের দ্বারা চালিত হয়েছে। জানিয়ে রাখি যে, আগামীকাল, বৃহস্পতিবার, লেনদেনের সময়ে এই কোম্পানির শেয়ার ফোকাসে থাকতে পারে। এদিকে, আজ অর্থাৎ বুধবার, শেয়ারটি (Share Market) ২.৯৩ শতাংশ কমে ১,৭২২.৯০ টাকায় বন্ধ হয়েছে।

রেভিনিউ ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে: কোম্পানির রেভিনিউ বার্ষিক ৩৮.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬১৩ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ১,১৬৭ কোটি টাকা ছিল। এদিকে, EBITDA উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯৭.৬ কোটি টাকা হয়েছে। যেখানে এক বছর আগের একই সময়ে ৭.৮ কোটি টাকারও লোকসান ছিল। কোম্পানিটি গত বছরের তুলনায় মোট বিমা প্রিমিয়াম আয় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭,৬০৫ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে। অনলাইন প্রটেকশন বিজনেসে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, হেলথ ইন্স্যুরেন্স সেগমেন্টে ৬০ শতাংশের তীব্র বৃদ্ধি দেখা গেছে। এছাড়াও, রিনুয়াল এবং ট্রেইল রেভিনিউ, যা কোম্পানির লাভজনক হওয়ার ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয় সেটি ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭৪ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহক এবং পেনশনভোগীদের জন্য বড় আপডেট! ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম
ঋণে উন্নতির লক্ষণ: জানিয়ে রাখি যে, পিবি ফিনটেকের কোর ইন্স্যুরেন্স রেভিনিউ ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ঋণ ব্যবসা থেকে রেভিনিউ ২২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে, কোম্পানিটি জানিয়েছে যে এই বিভাগটি উন্নতির লক্ষণ দেখাচ্ছে, এবং ধারাবাহিকভাবে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির এজেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম, পিবি পার্টনার্স, এখন সারা দেশে ৩.৮ লক্ষেরও বেশি উপদেষ্টা এবং ১৯,০০০ পিন কোডের নেটওয়ার্কের সঙ্গে কাজ করে। যেটি ভারতের ৯৯ শতাংশ ডাক নেটওয়ার্ক কভার করেছে। যার ফলে ছোট শহর ও শহরে ব্যবসা সম্প্রসারণ সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কেরিয়ারে এই প্রথম! ৩৮ বছর বয়সে ICC ODI র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন রোহিত, গড়লেন ইতিহাস
সংযুক্ত আরব আমিরশাহীর ব্যবসাও শক্তিশালী রয়েছে: কোম্পানির সংযুক্ত আরব আমিরশাহীর বিমা ব্যবসা, যা মূলত স্বাস্থ্য এবং জীবন বিমার উপর দৃষ্টিনিক্ষেপ করে, সেখানে বার্ষিক প্রিমিয়াম বৃদ্ধির হার ৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং টানা তৃতীয় ত্রৈমাসিকও লাভজনক ছিল। সফটব্যাঙ্ক এবং টাইগার গ্লোবালের মতো কোম্পানিগুলির পছন্দের পিবি ফিনটেক জানিয়েছে যে তাদের কনসোলিডিটেড প্রফিট মার্জিন এক বছর আগের তুলনায় ৪ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে উন্নত গ্রাহক সন্তুষ্টি, উন্নত কর্মক্ষম দক্ষতা এবং ডিজিটাল সম্প্রসারণের কারণে এই বৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। আর এই কারণেই সামগ্রিকভাবে শেয়ার বাজারে (Share Market) ইতিবাচক ফলাফল পেতে পারে এই কোম্পানির স্টক।













