TMC নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম ও ভিভিপ্যাট, সাসপেন্ড সেক্টর অফিসার

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় তৃতীয় দফার নির্বাচনের পূর্বেই তৃণমূল (tmc) নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম ও ভিভিপ্যাট। ঘটনার খবর জানা জানি হতেই গ্রামবাসীরা ঘিরে ধরেন হাওড়ার উলুবেড়িয়া উত্তর (uluberia north) বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি। তৃণমূল নেতার অভিযোগ, এক সেক্টর অফিসার তাঁর বাড়িতে এই সরঞ্জাম পৌঁছে দেয়।

তৃণমূল নেতার অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ তাঁর বাড়িতে এক সেক্টর অফিসার এবং এক ব্যক্তি- দুজনে মিলে এইসমস্ত ভোটের সরঞ্জাম তাঁর বাড়িতে রেখে যায়। তিনি জানান, তাঁরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার নাম করে, তাঁর বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাট রেখে চলে যায়, আর আসে না।

kbjjdb

এই ঘটনার খবর জানাজানি হতেই রাতেই গ্রামবাসীরা ঘিরে রাখেন ওই তৃণমূল নেতার বাড়ি। খবর দেয় বিজেপি প্রার্থী চিরন বেরারকে। তিনি জানান, ‘গতকাল রাত আড়াইটে নাগাদ গ্রামবাসীরা আমাকে ফোন করে জানান তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ভোটের ম্যাশিন রয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই উনি এই কাণ্ড ঘটিয়েছেন’।

ঘটনায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের বিক্ষোভের মুখে পড়েন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে থামাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনার জন্য পরবর্তীতে অভিযুক্ত সেক্টর অফিসার ভুল স্বীকার করেন এবং নির্বাচন কমিশন তাঁকে সাসপেন্ড করে দেয়।

প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যে তৃতীয় দফার বিধান সভা নির্বাচন। নির্বাচন ৩ টি জেলার ৩১ টি আসনে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগণার ১৬টি আসনে আজকে ভোটদান পর্ব শুরু হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর