বাংলা হান্ট ডেস্কঃ গত ৮ দিন ধরেই করোনার সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে তেমনভাবে হাসপাতালে আসতে চাননি তিনি, কিন্তু সিওপিডি এবং অন্যান্য সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা চিকিৎসক সূর্যকান্ত মিশ্রও। তবে মূলত বাড়ি থেকেই চিকিৎসা চলছিল তার। কিন্তু গতকাল হঠাৎ শরীরে অক্সিজেনের মাত্রা প্রায় ৮০ তে নেমে যাওয়ায় তৎপরতার সঙ্গে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, করোণা পজিটিভ হয়ে এর আগেই হাসপাতালে ভর্তি হয়েছে হতে হয়েছিল তার স্ত্রী মীরা ভট্টাচার্যকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসক মহল। কিন্তু বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হবার খবর শুনে ফের একবার প্যানিক অ্যাটাক হয় মীরা ভট্টাচার্যের। যার ফলে তাকেও এখন হাত রাখা হয়েছে হাসপাতালেই।
ইতিমধ্যেই ফোনে দুজনের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গতকালই গঠন করা হয়েছে ছয় সদস্যের বিশেষ মেডিক্যাল টিম। সেই বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডে রয়েছেন চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য, সরোজ মন্ডল, সোমনাথ মাইতি, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সৌতিক পান্ডা ও কৌশিক চক্রবর্তী। বুধবার হাসপাতাল কর্তৃক প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছে, আপাতত সার্বিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে তার শরীরে অক্সিজেনের মাত্রা ৯২%। বুদ্ধদেববাবুকে ইতিমধ্যেই রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। বাইব্যাপের সাহায্যে অক্সিজেনও দেওয়া হচ্ছে তাকে। তবে আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। তার জ্ঞান রয়েছে এবং চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। উল্লেখ্য শুরু থেকেই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহে সাইটোকাইন স্টর্ম নিয়ে আশঙ্কা ছিল চিকিৎসকদের মধ্যে। জানা গিয়েছে এখনো তার শরীরে রয়েছে বেশ কিছুটা আচ্ছন্ন ভাব, সন্ধ্যেবেলার দিকে আচ্ছন্নতা কিছুটা কাটলেও কাল রাতে আবার আচ্ছন্ন হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তবে বুদ্ধবাবুর রক্তে শর্করার পরিমাণ এখনো স্বাভাবিক। চিকিৎসকরা জানান আপাতত নল দিয়েই খাবার দেওয়া হচ্ছে তাকে। কিন্তু ‘ইন্টারলিউকোটিন ৬ ’ ৪১ থেকে বেড়ে ৮৩ হয়েছে বুদ্ধবাবুর। এটি হলো সাইটোকাইন স্টর্ম মাপার মাপকাঠি। ‘ইন্টারলিউকোটিন ৬’ এর মাত্রা বৃদ্ধি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। এছাড়া সিআরপি ১৫০-র কাছাকাছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বুদ্ধবাবুর শরীরের প্রতি সর্বদা নজর রাখছে বিশেষ মেডিকেল টিম। মঙ্গলবারের তুলনায় আজ তার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।