‘এই সিদ্ধান্তের কোনও মানেই হয় না!’, বুমরার বদলি হিসাবে শামিকে বিশ্বকাপের ভারতীয় দলে ফেরানো নিয়ে মন্তব্য আকাশ চোপড়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুমরার পরিবর্ত বোলার ঘোষনা করে দিলো বিসিসিআই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে মহম্মদ সিরাজ, মহম্মদ সামি এবং শার্দুল ঠাকুর তিন পেসারকেই ১৪ তারিখ অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু আজ বিসিসিআই স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে যে বুমরার পরিবর্ত হিসেবে বেছে নেওয়া মহম্মদ শামিকেই আপাতত অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

বিসিসিআই অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে যে ভারতীয় নির্বাচক গোষ্ঠী শামিকেই বুমরার যোগ্য পরিবর্তন হিসেবে বেছে নিয়েছে। তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন এবং ব্রিসবেনে ভারতের দুটি প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে আমি নিজেও অস্ট্রেলিয়া পৌঁছে সকলকে ধন্যবাদ জানিয়ে ছিলেন যদিও অফিশিয়াল বিবৃতি না আসায় ধন্যবাদ এর কারণ উল্লেখ করেননি কারণ উল্লেখ করেননি। তার পোস্ট করা হোটেল রুমে নিজের ছবি স্পষ্টতই বলে দিচ্ছিল যে দীর্ঘ বিমান যাত্রা শেষে তিনি আপাতত জেট ল্যাগে আক্রান্ত।

যদিও ভারতীয় সমর্থকদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নন। বিসিসিআইয়ের টি-টোয়েন্টি পরিকল্পনায় গত এক বছর ধরে ছিলেন না শামি। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে একবারও তাকে এই ফরম্যাটে মাঠে নামতে দেখা যায়নি। কিন্তু অনেক নতুন বোলারকে সুযোগ দিয়েও অর্শদীপ ছাড়া কাউকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্য বলে মনে করা সম্ভব হয়নি। ফলে বুমরা চোট পেতেই গত এক বছরে একটাও টি-টোয়েন্টি ম্যাচ না খেলা শামিকেই ফেরাতে হয়েছে দলে।

এবার বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন আকাশ চোপড়া। তিনি বলেছেন, “আমাদের হাতে শামির মতো অভিজ্ঞ বলা হয়েছে এবং সেই বুমরার পরিবর্ত হিসেবে সে ভারতীয় দলে আসছে। এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন থাকতেই পারে না। প্রশ্ন হল যে গত এক বছর ধরে তাকে একটাও টি-টোয়েন্টি ম্যাচ খেলানো হলো না কেন সেইটা নিয়ে। আমরা সকলেই জানি ফিটনেসটা কারণ নয়।”

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর