তরুণ প্রজন্মের মধ্যে নোংরামি ছড়াচ্ছেন! সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পালটা ধমক খেলেন একতা

বাংলাহান্ট ডেস্ক: প্রযোজক একতা কাপুরের (Ekta Kapoor) ওয়েব সিরিজের বিষয়বস্তু নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ উঠছে। তাঁর প্রযোজিত ওয়েব সিরিজগুলি নাকি সমাজের জন্য মোটেই ভাল নয়। বিশেষ করে তাঁর একটি সিরিয়াল নিয়ে গত বছর থেকে বিতর্ক চলছে। ভারতীয় সেনাবাহিনীকে অপমানের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

দু বছর আগে এই ওয়েব সিরিজ নিয়ে শোরগোল পড়েছিল বিভিন্ন মহলে। ট্রিপল এক্স সিজন ২ এর একটি পর্বে দেখানো দৃশ‍্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন সেনা জওয়ান শম্ভু কুমার। এরপরেই একতা ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে বিহারের বেগুসরাইয়ের এক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Ekta kapoor
পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একতা। শুনানিতে একতাকেই তুলোধনা করল শীর্ষ আদালত। আইনজীবী মুকুল রোহাতগি একতার হয়ে মামলা লড়ছিলেন। নিজের মক্কেলের হয়ে নিরাপত্তা দাবি করেন তিনি। বাক স্বাধীনতার দোহাই দিয়ে আইনজীবী এও বলেন, যে ওয়েব সিরিজ নিয়ে এত বিতর্ক হচ্ছে তা আসলে সাবস্ক্রিপশন নির্ভর।

এরপরেই একতা কাপুরের উপরে ক্ষোভ উগরে দেন বিচারপতিরা। তরুণ প্রজন্মের মধ্যে নোংরামি ছড়াচ্ছেন একতা। ওটিটির ওয়েব সিরিজ গুলি সবার জন্য উপলব্ধ। দর্শকদের কাছে কী বার্তা যাচ্ছে? এভাবে আসলে তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন একতা। মামলা দায়ের করার জন্য মূল্য চোকাতে হবে তাঁকে, স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ওয়েব সিরিজের বিতর্কিত পর্বে দেখানো হয়েছিল, একজন সেনাবাহিনীর জওয়ানের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ দৃশ‍্যে দেখা হয় স্বামীর সেনাবাহিনীর উর্দি নিজের প্রেমিকের গায়ে চাপিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন ওই মহিলা। ওই দৃশ‍্য ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও তাদের স্ত্রীদের প্রতি অবমাননাকর বলে অভিযোগ উঠেছিল। এরপর ক্ষমাও চেয়েছিলেন একতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর