খতম, টাটা, গুড বাই! খোদ পাকিস্তানেই খুন ‘ভারত-বিরোধী’ প্রাক্তন লস্কর কমান্ডার আক্রম

   

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) খতম সন্ত্রাসবাদ সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) প্রাক্তন কমান্ডার আক্রম খান ওরফে আক্রম গাজি (Akram Khan)। পাকিস্তানের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল এই জঙ্গিকে (Terrorist)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আক্রমকে খুন করে অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এলইটি (LeT) নিয়োগ সেলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নিহত লস্কর জঙ্গি উগ্র ভারত-বিরোধী প্রচারের জন্য পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় ছিলেন। ওই সময় বহু তরুণকে উগ্র সন্ত্রাসবাদী কাজকর্মে উৎসাহিত করার জন্য কাশ্মীর (Kashmir) উপত্যকায় প্রবেশ করানোর চেষ্টার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরে এবং বাইরে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন আক্রম।

সূত্রের খবর, আক্রমকে খুনের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত ইসলামাবাদ (Islamabad) এই বিষয়ে কোনও মুখ খোলেনি।

pakistan army vs terrorist

এদিকে আক্রমকে নিয়ে গত পাঁচ বছরে পাকিস্তানে মোট ৬ জন জঙ্গি খুন হল। চলতি বছরের এই অক্টোবর মাসে পাঠানকোট হামলার মূল চক্রী শাহিদ লতিফকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী। এর আগে সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরের (Kashmir) রাওয়ালকোটে লস্কর কমান্ডো রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিমকে হত্যা করা হয়। তিনি নমাজ পড়তে যাওয়ার সময় খুন হন। তাঁর মাথায় গুলি করা হয়।

Avatar
Monojit

সম্পর্কিত খবর