পরপর ২ বার সেরিব্রাল অ্যাটাক, তারপর সব শেষ! চির নিদ্রায় প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়!

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। মল্লিকবাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন প্রবীণ এই বামনেতা। মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, পরপর দু’বার সেরিব্রাল অ্যাটাক হয় বেলেঘাটার প্রাক্তন বিধায়কের। এরপর থেকে মাথায় ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই বামনেতার। এদিন দুপুরে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

জানা যাচ্ছে, কয়েক মাস আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মানববাবু। সেইসময় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। ভেন্টিলেশনেও ছিলেন তিনি। মাস দেড়েক চিকিৎসার পর বাড়ি ফেরেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু এই যাত্রায় আর বাড়ি ফিরে আসা হল না তাঁর।

বাম ছাত্র ও যুব আন্দোলনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন মানব মুখোপাধ্যায়। রাজ্যের তৃণমূলস্তরে রাজনীতি করেছেন সারাজীবন। সুবক্তা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। পরবর্তীকালে বেলেঘাটার বিধায়কও হন। টানা ২০ বছর এই দায়িত্ব সামলেছেন। বাম আমলে হয়েছিলেন মন্ত্রিও। এদিন দুপুরে চির ঘুমের দেশে চলে গেলেন সফল এই রাজনীতিক।

সিপিএম সূত্রে খবর, মঙ্গলবার চোখদানের পর পিস ওয়ার্ল্ডে মানবের মরদেহ রাখা হবে। বুধবার, ৩০ নভেম্বর সকাল ১০ টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিসে নিয়ে যাওয়া হবে দেহ। সকাল ১১টায় সিপিএমের রাজ্য দফতর, ১১টা ৩০ মিনিটে জেলা দফতর নিয়ে যাওয়া হবে। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে গিয়ে দেহদান করা হবে।


Sudipto

সম্পর্কিত খবর