প্রয়াত শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি! মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর

বাংলা হান্ট ডেস্কঃ ৮৭ বছর বয়সে প্রয়াত হাওড়ার (Howrah) শিবপুরের প্রাক্তন বিধায়ক (Ex MLA) জটু লাহিড়ি (Jatu Lahiri)। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিঁনি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতেই মৃত্যু হয় বিধায়কের। পাঁচ বারের বিধায়ক ছিলেন জটুবাবু।

একনজরে বিধায়কের জীবন:  ১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন জটু লাহিড়ি। কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু তাঁর। শিবপুর কেন্দ্র থেকে সবার প্রথম ১৯৯১ সালে প্রার্থী হয়েছিলেন তিঁনি। ওই কেন্দ্র থেকে বিধায়ক হন। এরপর ১৯৯৬ সালেও শিবপুর কেন্দ্র থেকে জয়ী হন জটু লাহিড়ি। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল গড়লে ঘাসফুলে যোগ দেন তিঁনি।

১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিবপুর বিধানসভা থেকে ৫ বার বিধায়ক নির্বাচিত হন। মাঝে ২০০৬ সালে ভোটে হেরে যান। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি তিঁনি, এরপরই তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তবে কিছু সময় যাবৎ রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিঁনি। সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিঁনি।

jatu lahiri

বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’’ তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত গোটা রাজনৈতিক মহল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর