আচমকাই হার্ট অ্যাটাক, তারপরেই সব শেষ! প্রাক্তন মিস্টার ইন্ডিয়ার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অত্যন্ত দুঃখজনক একটা খবর এলো ক্রীড়াপ্রেমীদের জন্য। অত্যন্ত কম বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় বডি বিল্ডার এবং প্রাক্তন মিস্টার ইন্ডিয়া, প্রেমরাজ অরোরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর বয়স। তার এই দুঃখজনক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ভারতের দেহসৌষ্ঠব জগতে।

জানা গিয়েছে প্রেমরাজ শরীর চর্চার পরে ওয়াশরুমে ফ্রেশ হতে যান। কিছু সেখানেই আচমকা তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। ওয়াশরুম থেকে তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। তার এই মৃত্যু নিয়ে অনেকে অবশ্য অস্বাভাবিকতার গন্ধ পাচ্ছেন। তদন্ত হওয়া উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন হচ্ছে।

৯ বছর আগে ২০১৪ সালে তিনি মিস্টার ইন্ডিয়ার খেতাব জয় করেছিলেন। নিজের বলতে তার সঙ্গে থাকতেন তার স্ত্রী ও দুই মেয়ে যাদেরকে তিনি রেখে গেছেন। তাদের জন্য কোন ব্যবস্থা রেখে গেছেন কিনা সেই সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনো অবধি পাওয়া যায়নি। তারা প্রত্যেকেই অত্যন্ত ভেঙে পড়েছেন প্রেমরাজের মৃত্যুতে।

তার আত্মীয়রা জানিয়েছেন যে প্রেমরাজের কোনও বদ অভ্যাস ছিল না। তিনি মাদকজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে থাকতেন এবং শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি একটি নির্দিষ্ট ডায়েট অনুসরণ করতেন। এমন মানুষের এভাবে কি করে মৃত্যু হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলেরই মনে।

তিনি একজন ফিটনেস কোচ এবং জিম প্রশিক্ষক হিসাবেও কাজ করেছেন। রাজস্থানের এই প্রাক্তন ক্রীড়াবিদ যথেষ্ট জনপ্রিয় ছিলেন নিজের এলাকায়। আপাতত তার বেদনাহত স্ত্রীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে তারা পুলিশ তদন্তের ব্যাপারে ভাবছেন কিনা সেই সম্পর্কে কোন আন্দাজ এখনো অবধি পাওয়া যাচ্ছে না।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর