বড় ‘খোলাসা’ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমজামাম, গুজব নিয়ে খুললেন মুখ

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই একটি খবর এসেছিল যে পাক ক্রিকেটার ইনজামাম উল হক হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তার হার্ট অ্যাটাকের খবর রীতিমতো ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। স্বাভাবিকভাবেই এই কিংবদন্তি ক্রিকেটারের শারীরিক সুস্থতা প্রার্থনা করেছিলেন সকলেই। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে ইনজামাম জানিয়েছেন, তার কোন হার্টঅ্যাটাক হয়নি। খবরের এই তথ্যটি সম্পুর্ণ ভুল ছিল।

নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, “আমি রিপোর্টটি দেখেছি যাতে বলা হচ্ছে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। এটা ভুল, আমি আমার ডাক্তারের কাছে রুটিন চেকআপের জন্য গিয়েছিলাম যিনি বলেছিলেন, আমায় অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে। অ্যাঞ্জিওপ্লাস্টি চলাকালীন, ডাক্তাররা লক্ষ্য করেছিলেন যে আমার একটি ধমনী ব্লক ছিল যার পরে তারা একটি স্টেন্ট বসান। অপারেশন সফল ছিল এবং আমি হাসপাতালে ১২ ঘন্টা থাকাছি পরে বাড়ি ফিরে আসি। আমি এখন ভালো আছি।”

একইসঙ্গে পাকিস্তান এবং বিশ্বজুড়ে তার সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন ইনজামাম। তিনি বলেন, “আমি পাকিস্তান ও বিশ্বের সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আমি পাকিস্তানের সমস্ত মানুষ, এখানকার ক্রিকেটারদের এবং সারা বিশ্বের সবাইকে ধন্যবাদ জানাই।” ইনজামাম-উল-হক পাকিস্তানের একজন কিংবদন্তি খেলোয়াড়। শুধু পাকিস্তানের একজন দুরন্ত অধিনায়কই নন, তিনি পাক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটম্যানও বটে।

images 2021 09 08T114950.473

আর সেই কারণেই সারাবিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসা নিজের ব্যাটিং দিয়ে অর্জন করে নিয়েছিলেন এই কিংবদন্তি। ক্রিকেট কেরিয়ারে ক্রিকেটে ১১৯ টি ম্যাচ খেলে ৮,৮২৯ রান সংগ্রহ করেছিলেন এই ব্যাটসম্যান। একইসঙ্গে ৩৭৫ টি একদিনের ম্যাচে সংগ্রহ করেছিলেন ১১৭০১ রান। ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ইনজামাম। তার একাধিক শতরান রয়েছে ভারতের বিরুদ্ধেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর