ভারতীয় পতাকা নিয়ে এ কি কাণ্ড ঘটালেন প্রাক্তন পাক অধিনায়ক! সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এবং পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) যখন একে অপরের মুখোমুখি হয় তখন গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকে সেই দ্বৈরথের ওপর। এর আগে একাধিকবার দুই দলের ক্রিকেটাররা এই দ্বৈরথকে কেন্দ্র করে নানান বিতর্কে জড়িয়েছেন। এবার আবারো তেমনি একটি কান্ড হলো যেখানে ভারতীয় সমর্থকদের চোখে ভিলেন হয়ে উঠলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার এবং অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।

কিছুদিন আগে কাতারে আয়োজিত হয়েছিল লেজেন্ডস ক্রিকেট লিগ (LLC)। মোট তিনটি দল সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছিল ইন্ডিয়ান মহারাজাস দল। এশিয়ার বাকি দেশগুলির তারকা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছিল এশিয়ান লায়ন্স দলটি। এশিয়ার বাইরের বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলির অবসর নেওয়া তারকাদের দিয়ে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড জায়ান্টস দলটি। এর মধ্যে এশিয়ার দলটির অধিনায়ক এর দায়িত্ব পালন করেছিলেন আফ্রিদি।

এই লিগ চলার মাঝেই একটি ঘটনা ঘটে। এক ভারতীয় ভক্তর অনুরোধ রক্ষা করতে গিয়ে একটি মারাত্মক কাজ করে বসেন আফ্রিদি। ওই ভক্তটি অনুরোধ করেছিলেন তার জার্সি এবং ভারতের পতাকায় আফ্রিদির একটি স্বাক্ষরের জন্য। আফ্রিদি তার অনুরোধ রক্ষা করতে চান এবং একটি মারাত্মক কান্ড করে ফেলেন।

নিজের হাঁটুর ওপর জার্সি ও পতাকাটি রেখে স্বাক্ষর করেন আফ্রিদি। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর কেউ কেউ তার মানবিকতার প্রশংসা করলেও অনেকেই ক্ষুব্ধ হয়ে গিয়েছে। কি করে একটি দেশের পতাকা নিজের হাঁটুর উপর ওভাবে রাখলেন আফ্রিদি তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ। অনেকে এমনটাও বলেছেন যে পতাকার ওপর স্বাক্ষর করা কখনোই কাম্য নয়। ফলে ভালো কাজ করতে গিয়েও সমালোচনার মুখোমুখি পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক।

যদিও আফ্রিদি নিজের সেই সব সমালোচনা নিয়ে খুব একটা ভাবিত নন। তার নেতৃত্বে এশিয়ান লায়ন্স দলটি টুর্নামেন্টে জিতে নিয়েছে এবং সেই ব্যাপারেই সন্তুষ্ট তিনি। সম্প্রতি তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছিলেন যাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আবারও শুরু করা যায়। সেই নিয়েও ব্যাঙ্গের মুখে পড়তে হয়েছে তাকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর