ভারতের বিরুদ্ধে ফের বিষ উগরে দিলেন জাভেদ মিয়াঁদাদ! শুনলে মেজাজ হারাবেন আপনিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ সালে আয়োজিত হতে চলা এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে গজিয়ে ওঠা সন্দেহ অবশেষে কেটেছে। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু ভারতীয় দল (Team India) যে পাকিস্তানের মাটিতে কোন প্রকার ক্রিকেট খেলতে পা রাখবে না সেটা বিসিসিআই (BCCI) আগেই স্পষ্ট করে দিয়েছিল। মার্চ মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠকেও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহই (Jay Shah) আগে এই বক্তব্য রেখেছিলেন যে পাকিস্তানের দায়িত্বে এমন কোনো দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে যেখানে ভারতের অংশগ্রহণে কোনও বাধা থাকবে না।

বলাই বাহুল্য এই বক্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবং পাকিস্তান ক্রিকেট সমর্থকদের তরফ থেকে চূড়ান্ত প্রতিবাদ জানানো হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছিল যে ভারতীয় দল যদি এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানের মাটিতে পা না রাখে তবে তারাও আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে আসবে না। কিন্তু শেষপর্যন্ত নিজেদের জেদ বজায় রাখতে পারেনি।

শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে। কিন্তু ভারতের ম্যাচসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে শ্রীলঙ্কা। পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টের মাত্র চারটি ম্যাচ আয়োজিত হবে এবং এটি টুর্নামেন্ট আয়োজিত হতে পারে ৩১শে আগস্ট থাকে। প্রসঙ্গত এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান এবারও একই গ্রুপে রয়েছেন নেপালের সাথে।

এরপর আইসিসির তৈরি ওডিআই বিশ্বকাপ-এর খসড়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু চুপচাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সব কিছু মেনে নেওয়ার নেটের সঙ্গে একমত নন ৬৬ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি বিশ্বাস করেন যে এখন পাকিস্তানের ভারতের মাটিতে পা রাখা উচিত নয় বরং পাকিস্তানের মাটিতে সফরের পালা ভারতের। জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তান এর আগে ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়েছিল এবং এখন ভারতীয়দের এখানে আসার পালা।’ প্রসঙ্গত এর আগেও ভারতের পাকিস্তান সফরে অন এখানে খুব প্রকাশ করে বিরাট কোহলিদের নরকে যেতে বলেছিলেন তিনি।

জাভেদ মিয়াঁদাদ আরও বলেন, ‘যদি আমাকে সিদ্ধান্ত নিতে হতো, তাহলে আমি কখনোই কোনো ম্যাচ খেলতে ভারতে যেতাম না, এমনকি বিশ্বকাপও না। আমরা সবসময় ভারতের বিরুদ্ধে খেলতে প্রস্তুত, কিন্তু তারা কখনই একইরকম প্রতিক্রিয়া দেখায় না। পাকিস্তানের ক্রিকেট যথেষ্ট সমৃদ্ধ। আমাদের এখানে প্রতিভাবান ক্রিকেটার এর অভাব নেই। তাই আমার মনে হয় না যে যদি আমরা ভারতে না যায় তাহলে আমাদের কোনও ক্ষতি হবে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর