দুটি কাঠি এদিক-ওদিক করলেই মিলে যাবে অঙ্ক! এই puzzle সমাধান করতে হিমশিম খায় জিনিয়াসরাও

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোশ্যাল মাধ্যমের দৌলতে আমরা বিভিন্ন ধরনের মজাদার গেমস ঘরে বসেই খেলতে পারি। এই গেমসগুলোর মধ্যে অংকের ধাঁধা, ব্রেইন টিজার অন্যতম। যারা ধাঁধা সমাধান করতে ভালোবাসেন তাদের কাছে এই ধরনের গেমসগুলো খুবই উপভোগ্য। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অংককে রীতিমতো ভয় পান।

আবার অনেকে অংকের জটিল সমস্যা সমাধান করতে করতে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা। নেট মাধ্যমে এই ধরনের জটিল অংকের ধাঁধা তাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। এইগুলি এক প্রকার মাইন্ড গেমও বটে। এই ধাঁধাগুলোর সঠিক উত্তর আপনি যদি কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারেন তাহলে আপনাকে জিনিয়াস বলাই যায়। এই প্রতিবেদনে আমরা একটি ছবি তুলে ধরেছি।

ds 648c424d0bdfc94097404 900

এই ছবিতে দেশলাই কাঠি দিয়ে 8+2= 4 লেখা দেখা যাচ্ছে। এই ছবিটা দেখে আপনারা অনেকেই ভাবছেন 8+2 তো 10 হয়, তাহলে কেন ছবিতে 4 লেখা! আপনাদের বলে রাখি এটি একটি খুব জটিল ধাঁধা। অনেক জিনিয়াস ব্যক্তিও এই ধাঁধাটির সমাধান করতে পারেননি। ছবিতে দেওয়া ধাঁধাটির সমাধান করার জন্য আপনাকে একটি ম্যাচ স্টিক সরাতে হবে। আবার কখনো কখনো এই ধরনের ধাঁধায় দুটি ম্যাচ স্টিক সরিয়েও ধাঁধার (Puzzle) সমস্যার সমাধান করা হয়।

ds 648c425caa97925945647 900 1

প্রথমে চেষ্টা করে দেখুন এই সমস্যাটির সমাধান আপনারা করতে পারেন কিনা। আপনার জন্য ১০ সেকেন্ড সময় বরাদ্দ থাকবে। যদি না পারেন তাহলে এইভাবে চেষ্টা করে দেখুন। আপনার বামদিকের 8 এর একদম শেষের ১টি ম্যাচ স্টিক আপনাকে সরিয়ে ফেলতে হবে। এরপর আপনাকে এই সংখ্যার বাম দিকের প্রথম ম্যাচ স্টিকটি সরিয়ে ফেলতে হবে। তাহলে ছবির প্রথম ডিজিট 8 বদলে গিয়ে হয়ে যাবে 2। অর্থাৎ, 2+2= 4 হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর